টেকনাফে বড়শিতে ধরা পড়ল ২৫ কেজির কোরাল
- আতিকুর রহমান মানিক, ঈদগাঁও (কক্সবাজার)
- ২৪ নভেম্বর ২০২৪, ২০:২০
কক্সবাজারের টেকনাফে বড়শিতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের সামুদ্রিক কোরাল মাছ।
রোববার (২৪ নভেম্বর) দুপুরে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ-সংলগ্ন নাফ নদী থেকে মাছটি ধরেন শাহপরীর দ্বীপ বাজার পাড়ার বাসিন্দা মোদাচ্ছির।
স্থানীয় আলী হোসাইন বলেন, টেকনাফ-মায়ানমার ট্রানজিট জেটি-সংলগ্ন নাফ নদীতে বড়শি দিয়ে প্রতিদিনের মতো মাছ ধরতে যায় দ্বীপের স্থানীয় ২০-৩০ জনের একটি দল। এ সময় মোদাচ্ছিরের বড়শিতে ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়ে।
মোদাচ্ছির বলেন, কোরাল মাছটি প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা করে বিক্রি করি।
টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, প্রতিবছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে সরকারিভাবে মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। সরকারিভাবে বন্ধের ফলে সাগরে দিন দিন মাছের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা