২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভারতে পালানোর সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা স্ত্রীসহ আটক

ভারতে পালানোর সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা স্ত্রীসহ আটক - নয়া দিগন্ত

ভারতে পালানের সময় চট্টগ্রাম বন্দর ভাঙচুর ও অগ্নিসংযোগের দায়ে অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগের নান্টু কুমারকে (৩৪) স্ত্রীসহ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে তাকে আটক করা হয় বলে জানান ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর-৬০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার।

বিজিবি জানায়, চট্টগ্রাম বন্দর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অভিযুক্ত নান্টু কুমার করকে রোববার দুপুর ১টায় গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া স্থলবন্দরে আটক করেছে বিজিবি আখাউড়া বিওপির সদস্যরা। এ সময় তার স্ত্রী শান্তা রানী নাথকেও (২৪) আটক করা হয়। ভারতে পালানোর জন্য নান্টু কুমার ও তার স্ত্রী শান্তা রানী আখাউড়া স্থলবন্দরে এসেছিলেন।

চট্টগ্রাম বন্দর স্বেচ্ছাসেবক লীগের এই নেতা দীর্ঘ দিন আত্মগোপনে ছিলেন বলেও বিজিবি জানিয়েছে।

বিজিবি আরো জানায়, আটকদের কাছ থেকে দু’টি পাসপোর্ট উদ্ধার করা হয়। নান্টু চট্টগ্রাম পটিয়া থানার দৌলতপুর গ্রামের সঞ্চয় কুমার নাথের ছেলে। তাদের আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement