২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাঙ্গামাটিতে রূপনা, ঋতুপর্ণা ও মনিকা চাকমাকে গণসংবর্ধনা

রাঙ্গামাটিতে রূপনা, ঋতুপর্ণা ও মনিকা চাকমাকে গণসংবর্ধনা - নয়া দিগন্ত

নারী সাফ চ্যাম্পিয়ন রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমাকে রাঙ্গামাটিতে জাঁকজমকপূর্ণভাবে বিরোচিত সংবর্ধনা দিয়েছে পাহাড়ের সর্বোস্তরের মানুষ।

শনিবার রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে তাদের সংবর্ধনা দেয়া হয়।

কাউখালীর ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে সুসজ্জিত ট্রাকে করে সাফজয়ী ঋতুপর্ণা, মনিকা ও রূপনাদের নিয়ে মোটর শোভাযাত্রা যোগে রাঙ্গামাটি শহর প্রদক্ষিণ শেষে মারী স্টেডিয়ামে নিয়ে আসা হয়।

তিন কৃতী ফুটবলারকে রাঙ্গামাটি জেলা প্রশাসন, রাঙ্গামাটি সেনা রিজিয়ন, পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে তিন লাখ করে মোট নয় লাখ টাকা প্রদান করা হয়। এছাড়া রাঙ্গামাটি পৌরসভার পক্ষ থেকে ৫০ হাজার টাকার চেক প্রদান করেন রাঙ্গামাটি পৌরসভা প্রশাসক নাসরিন সুলতানা।

এসময় ফিফার রেফারি ও রাঙ্গামাটির কৃতী সন্তান জয়া চাকমাকে সম্মাননা জানানো হয়।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, রাঙ্গামাটি সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শওকত ওসমান, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

এছাড়া জেলা বিএনপির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন জেলা বিএনপি সভাপতি দীপন তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: মামুনুর রশিদসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতারা।

রাঙ্গামাটি জেলা জামায়াতের পক্ষ থেকে জেলা আমির আব্দুল আলিম, সেক্রেটারি মনসুরুল হক সাফজয়ী তিন ফুটবলারকে সম্মাননা স্মারক প্রদান করেনন।

এছাড়া স্থানীয় বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

৩০ অক্টোবর নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখে বাংলাদেশ নারী ফুটবল দল। ফাইনাল ম্যাচে দেশের হয়ে আলো ছড়ান পাহাড়ের বীর তিন কন্যা রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা।


আরো সংবাদ



premium cement
রাশিয়ার সেই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সম্পর্কে যা জানা গেছে বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু জ্বালানি খাতে সাশ্রয় হয়েছে ৩৭০ কোটি টাকা : উপদেষ্টা বৈষম্যহীন রাষ্ট্র পেতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে : সাকি নাটোরে বাসে তল্লাশি, সাড়ে ৯ লাখ জাল নোটসহ গ্রেফতার ৫ জনগণ সংস্কার কম বুঝে, আগে জিনিসপত্রের দাম কমান : গয়েশ্বর রায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ৮৮৬ চুয়াডাঙ্গায় ৪০ লাখ টাকা মূল্যের স্বর্ণের গহনা জব্দ চৌদ্দগ্রাম প্রেসক্লাবের নতুন সভাপতি ফরায়েজী ও সেক্রেটারি বেলাল ফ্যাসিবাদ মোকাবেলায় আলেমদের ঐক্যবদ্ধ হয়ে কাজ থাকতে হবে : রফিকুল ইসলাম খান ১৮ বছর পর রামগড়ে জামায়েতের কর্মী ও সুধী সমাবেশ

সকল