হাটহাজারীতে বাসচাপায় মাদরাসাশিক্ষক নিহত
- আবুল বাশার, হাটহাজারী
- ১৯ নভেম্বর ২০২৪, ০৬:১৮
হাটহাজারীতে বাসচাপায় এক মাদরাসাশিক্ষক নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে হাটহাজারী এগার মাইল এলাকায় ১০০ মেঘাওয়াট পিকিং পাওয়ার বিদ্যুৎ কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষক মাওলানা মোঃ শোয়েব (২৮) প্রকাশ মহেশখালী হুজুর এগার মাইল ফরেষ্ট গেইট এলাকার শাহ ওয়ালিউল্লাহ মাদরাসার শিক্ষক। তার বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতার বাড়ি ইউনিয়নে বলে জানা গেছে।
তিনি সোমবার সকালবেলা ক্লাশ শেষ করে চট্টগ্রাম শহরে চিকিৎসাধীন তার অসুস্থ ভগ্নিপতিকে দেখতে যান। রাতে তিনি দ্রুতযান বাসে চড়ে কর্মস্থলে ফিরে আসার সময় মাদরাসার পাশে হাটহাজারী এগার মাইল এলাকায় এসে গাড়ি থেকে নামতে গিয়ে ওই গাড়ির পিছনের চাকার নিচে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মারা যান।
স্থানীয়দের অভিযোগ, তিনি নামার সময় গাড়ি চলন্ত অবস্থায় ছিল। গাড়ি থামিয়ে যাত্রী নামানোর নিয়ম থাকলেও সম্ভবত গাড়ি থামানো হয়নি। তাই তিনি মর্মান্তিক এ দুর্ঘটনায় মারা যান ।
বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সজিব।
প্রত্যক্ষদর্শীরা জানান, মর্মান্তিক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষকের মাথাসহ শরীরের উপরের বিভিন্ন অংশ চূর্ণ-বিচূর্ণ হয়ে মগজ ও রক্তে রাস্তা লাল হয়ে গেছে।
মাত্র এক বছর আগে তিনি বিয়ে করেছিলেন। মা, স্ত্রী, ভাই ও বোন রয়েছে। তবে এখনো তার কোনো সন্তান নেই বলে জানা গেছে।
এদিকে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে, বাসটি হেফাজতে নেয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা