১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ন ১৪৩০, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫০

আগামী ২০ নভেম্বর উপজেলা বিএনপির কাউন্সিলকে ঘিরে সংঘর্ষ - ছবি : নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির সম্মেলনকে ঘিরে দু’ গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ৫০ জন।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে জেলার বাঞ্ছারামপুর উপজেলার মুসা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, ‘আগামী ২০ নভেম্বর উপজেলা বিএনপির কাউন্সিলকে ঘিরে পলাশ গ্রুপের সমর্থকরা স্থানীয় মুসা মার্কেটের সামনে জড়ো হয়। এ সময় এ সম্মেলনের বিরুদ্ধে অবস্থান নেয়া খালেক গ্রুপের সমর্থকরা মিছিল নিয়ে মুসা মার্কেটের পলাশ গ্রুপের অস্থায়ী কার্যালয়ের কাছে আসে। বাজারের বিভিন্ন মার্কেটের ছাদে অবস্থান করা পলাশ গ্রুপের সমর্থকরা খালেক গ্রুপের সমর্থকদের ওপর ইট ও পানির বোতল ছুঁড়লে ঘটনাস্থলে খালেক গ্রুপের ৫০ জন আহত হন। খালেক গ্রুপের সমর্থকরা নেতাকর্মীদের শরীরে রক্তের দাগ দেখে উত্তেজিত হয়ে পলাশ গ্রুপের অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেন।’

সংঘর্ষে আহত ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে তাৎক্ষণিক দু’ গ্রুপের কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক নেতা জানান, ‘সম্মেলনকে ঘিরে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। সম্মেলন বন্ধ না হলে প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে।’

বাঞ্ছারামপর থানার অফিসার ইনচার্জ মোরশেদ আলম জানান, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

 


আরো সংবাদ



premium cement
মিয়ানমারে সংঘাত : প্রাণ বাঁচাতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ৪৫ জনের অনুপ্রবেশ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে শুনানিতে যা হলো কক্সবাজার অ্যারিয়া পরিদর্শনে সেনাবাহিনী প্রধান গাজায় গত মাস থেকে এ পর্যন্ত ৩০ ইসরাইলি সেনা নিহত পুলিশ ভেরিফিকেশনে থাকছে না রাজনৈতিক বিবেচনা গাজীপুরে দুই কারখানা শ্রমিকদের মহাসড়ক অবরোধ, কারখানায় আগুন রোহিঙ্গা, কাশ্মির ও ফিলিস্তিন সমস্যার সমাধান করতে হলে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে : ব্রুনাই রাষ্ট্রদূত সংস্কার নাকি নির্বাচন- কোনটি আগে ৪৬তম বিসিএসের ফল নতুন করে প্রকাশের সিদ্ধান্ত কল্পিত দেশের সূচনার জন্য সকলকে এগিয়ে আসতে হবে : তারেক রহমান শুধুমাত্র নির্বাচন দেওয়াই এই সরকারের কাজ নয়: উপদেষ্টা নাহিদ

সকল