১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ন ১৪৩০, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাঙ্গামাটিতে নতুন করে সিএনজিচালিত-অটোরিকশার রেজিস্ট্রেশন বন্ধের আহ্বান

- ছবি : নয়া দিগন্ত

রাঙ্গামাটি শহরে নতুন করে সিএনজিচালিত-অটোরিকশার রেজিস্ট্রেশন না দেয়ার দাবিতে মানববন্ধন করেছে সিএনজিচালিত-অটোরিকশা চালকরা।

সোমবার সকালে রাঙামাটির তবলছড়ি সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে চালকরা জানায়, রাঙ্গামাটি শহরটি মাত্র ১০ কিলোমিটারের। এতো ছোট শহরে প্রায় এক হাজার চার শ’ সিএনজি-অটোরিকশা রেজিষ্ট্রেশন করা আছে। শহরটি পর্যটন শিল্পের ওপর নির্ভর। অন্যদিকে, রাঙ্গামাটি শহরের অভ্যন্তর যাতায়াতের একমাত্র বাহন সিএনজি-অটোরিকশা।

বর্তমানে দেড় হাজারের মতো সিএনজি-অটোরিকশার কারণে শহরে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে যানজট। তার মধ্যে অনটেষ্ট গাড়ির সংখ্যাই শত শত।

এদিকে বিভিন্ন সময় শহরে দেয়া হচ্ছে সিএনজি-অটোরিকশার রেজিষ্ট্রেশন। যাতে চালকদের দুর্ভোগের কোনো শেষ নেই। তাই শহরে যেন আর কোনো সিএনজির রেজিষ্ট্রেশন দেয়া না হয় প্রশাসনের প্রতি চালকরা এই আহ্বান জানান।

চালকরা অভিযোগ করে বলেন, রাঙ্গামাটিতে এক শ্রেণির দালাল আছে যারা নতুন সিএনজি আনে আর দালালের মাধ্যমে রেজিষ্ট্রেশন করে পাঁচ লাখ টাকার সিএনজি সাত থেকে নয় লাখ টাকা বিক্রি করেন। এভাবে তারা অবৈধ ব্যবসা করে যাচ্ছেন। এতে চালকদের কোনো লাভ হচ্ছেই না বরং এখন সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।

এর আগে প্রশাসনকে একাধিকবার জানালেও এখন পর্যন্ত শহরের এসব রেজিস্ট্রেশনবিহীন ও রুট পারমিটবিহীন অবৈধ অটোরিকশা চলাচল বন্ধের কোনো উদ্যোগ নেয়া হয়নি। চালকরা শহরে আর নতুন করে সিএনজির অটোরিকসা রেজিস্ট্রেশন না দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।


আরো সংবাদ



premium cement
আ’লীগের ১৫ বছরের হত্যা-গুম ও অর্থ পাচারের বিচার হবে : উপদেষ্টা ডিওএইচএস থেকে গ্রেনেড, ম্যাগাজিন ও গুলি উদ্ধার অজিদের কাছে ধবলধোলাই পাকিস্তান বাংলাদেশকে আরো বিদ্যুৎ দিতে আগ্রহী নেপাল ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৩ পদ্মার এক হালি ইলিশ ১৪,৪০০ টাকায় বিক্রি ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ নাম পুনর্বহাল চান রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংবাদিক তুরাব হত্যা : পুলিশ কনস্টেবলের ৫ দিনের রিমান্ড ঋণ জালিয়াতি অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংকের ১৩ কর্মকর্তাকে তলব নরসিংদীর রায়পুরায় জমি নিয়ে টেঁটা সংঘর্ষ, আহত অন্তত ১২ মুজিবের ছবি সম্বলিত ডাকটিকিট বিক্রিতে ক্রেতাদের ক্ষোভ

সকল