১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ন ১৪৩০, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আদর্শ জাতি গঠনে শিক্ষক সমাজকে অবদান রাখতে হবে : মুহাম্মদ শাহজাহান

শিক্ষা সমাবেশে বক্তব্য দিচ্ছেন মুহাম্মদ শাহজাহান - ছবি : নয়া দিগন্ত

আদর্শ জাতি গঠনে শিক্ষক সমাজকে অবদান রাখতে হবে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মুহাম্মদ শাহজাহান বলেছেন, ‘আদর্শ জাতি ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে শিক্ষক সমাজকে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষক সেই মেরুদণ্ডের মূল ভিত্তি। আদর্শ শিক্ষক ছাড়া শিক্ষার নৈতিক মান ধরে রাখা সম্ভব নয়।’

শনিবার (১৬ নভেম্বর) দুপুরের দিকে পটিয়ায় একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম দক্ষিণ জেলা শিক্ষক ফেডারেশনের উদ্যোগে আয়োজিত শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অঞ্চল উপদেষ্টা অধ্যাপক আহসান উল্লাহ, বিশিষ্ট শিক্ষাবিদ ও আইআইইউসির সাবেক প্রো-ভিসি ড. আবু বকর রফীক আহমদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. আহমদ আলী।

প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, ‘৫ আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর এই দেশে ন্যায় ও ইসলামপন্থীদের কাজ করার অবাধ সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগ ইসলামপন্থী আদর্শিক শিক্ষকসমাজকে কাজে লাগাতে হবে। তাহলে বাংলাদেশের জনগণ যে কাঙ্ক্ষিত জাতি দেখতে চেয়েছিল সেই জাতি গঠনে আমরা সফল হব, ইনশাল্লাহ।’

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক আহসান উল্লাহ বলেন, ‘দুর্নীতি মুক্ত প্রশাসন গঠনে সুশিক্ষার বিকল্প নেই। শিক্ষার প্রাথমিক স্তর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ইসলামী শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন করতে হবে। নৈতিক ও মানসম্পন্ন মেধাবী শিক্ষক নিয়োগ করতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. আবু বকর রফীক আহমদ বলেন, ‘ঈমানের মূল ভিত্তি হলো জ্ঞান। ইসলাম ও জাহেলিয়াতের পার্থক্য সুস্পষ্টভাবে প্রমাণিত করার জন্য কোরআনের জ্ঞানের কোনো বিকল্প নেই। কোরআন এমন একটি কিতাব যেখানে জ্ঞানের সমস্ত বিষয়ে সম্পর্কে আল্লাহতায়ালা স্পষ্ট করেছেন।’

বিশেষ অতিথি ড. আহমদ আলী বলেন, ‘একজন প্র্যাকক্টিসিং মুসলিমের জীবনে শিক্ষা নিয়মিত অনুসঙ্গ। প্রাতিষ্ঠানিক শিক্ষার সমাপ্তি থাকলেও জীবন গঠনের শিক্ষা প্রতিনিয়ত চলবে। জীবনে সফলতার জন্য জ্ঞানের সাথে আধ্যাত্মিকতার সংযোগ ঘটলেই মানুষ প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠে।

ফেডারেশনের জেলা সেক্রেটারি অধ্যাপক আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষক সম্মেলনে জেলা উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, অধ্যক্ষ মাওলানা বদরুল হক, মুহাম্মদ জাকারিয়া, অ্যাডভোকেট আবু নাছের, অধ্যক্ষ মাওলানা ইসমাইল হক্কানী, অধ্যাপক মাহমুদুল হাছান ও চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবীসহ জেলা ও উপজেলা শিক্ষকরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement