১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ন ১৪৩০, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ফ্যাসিষ্ট সরকার পালিয়ে গেলেও, তার দোসররা এখনো আছে : ব্যারিষ্টার খোকন

- ছবি : নয়া দিগন্ত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিষ্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ‘ফ্যাসিষ্ট সরকার পালিয়ে গেলেও তার দোসররা এখনো আছে, তাদের খুঁজে বের করতে হবে। তারা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে থেকে কলকাটি নাড়ছে।’

শনিবার দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ী কলেজ মাঠে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ব্যারিষ্টার খোকন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘যারা দলের দুঃসময়ে মাঠে ছিলো এবং হামলা-মামলার স্বীকার হয়েছে তারা সামনের সারিতে থাকবে, আর যারা দলের দুর্দিনে আওয়ামী লীগের সাথে লিয়াজো করেছেন তারা পিছনের সারিতে থাকবেন।’

তিনি আরো বলেন, ‘দুষ্কৃতিকারীরা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। জনগণের নির্বাচিত সরকার ক্ষমতায় এলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে।’

এ সময় নোয়াখালী জেলা বিএনপির সেক্রেটারি আব্দুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক কামাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন সানি, পৌরসভা বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব, উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ওমর শরীফ সোহাগ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুর মোহাম্মদ মিলন, পৌরসভা যুবদলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সোহেল ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজিম উদ্দীন রনি, সদস্য সচিব নুর মোহাম্মদ সাদ্দামসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
‘দেশকে কল্যাণ রাষ্ট্র করতে জনগণের নেতা হতে হবে’ হাসিনার স্বৈরতন্ত্রকে সহজতর করেছে বিচার বিভাগ : ড. ইফতেখারুজ্জামান কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে লাশ উদ্ধার সরকার পরিচালনায় অদক্ষতা জনগণ মেনে নেবে না : তারেক রহমান পোপ ফ্রান্সিস-ড. ইউনূসের নামে যৌথ উদ্যোগ চালু করল ভ্যাটিকান আদর্শ জাতি গঠনে শিক্ষক সমাজকে অবদান রাখতে হবে : মুহাম্মদ শাহজাহান আদালতে মুখ খোলেননি মুনতাহা হত্যা মামলার প্রধান আসামি মার্জিয়া দ্রুত নির্বাচনের ব্যবস্থা করাই দেশের জন্য কল্যাণকর : মির্জা ফখরুল শহীদ জিয়া কমপ্লেক্স নির্মাণসহ ১৯ দফা দাবি ইবি ছাত্রদলের ‘আমার ছেলেকে কেন পাখির মতো গুলি করে হত্যা করা হলো?’ মনোহরদীতে চোর সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

সকল