ফ্যাসিষ্ট সরকার পালিয়ে গেলেও, তার দোসররা এখনো আছে : ব্যারিষ্টার খোকন
- ফজলুল হক, সোনাইমুড়ী (নোয়াখালী)
- ১৬ নভেম্বর ২০২৪, ১৩:৪৫, আপডেট: ১৬ নভেম্বর ২০২৪, ১৩:৪৬
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিষ্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ‘ফ্যাসিষ্ট সরকার পালিয়ে গেলেও তার দোসররা এখনো আছে, তাদের খুঁজে বের করতে হবে। তারা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে থেকে কলকাটি নাড়ছে।’
শনিবার দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ী কলেজ মাঠে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ব্যারিষ্টার খোকন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘যারা দলের দুঃসময়ে মাঠে ছিলো এবং হামলা-মামলার স্বীকার হয়েছে তারা সামনের সারিতে থাকবে, আর যারা দলের দুর্দিনে আওয়ামী লীগের সাথে লিয়াজো করেছেন তারা পিছনের সারিতে থাকবেন।’
তিনি আরো বলেন, ‘দুষ্কৃতিকারীরা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। জনগণের নির্বাচিত সরকার ক্ষমতায় এলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে।’
এ সময় নোয়াখালী জেলা বিএনপির সেক্রেটারি আব্দুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক কামাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন সানি, পৌরসভা বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব, উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ওমর শরীফ সোহাগ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুর মোহাম্মদ মিলন, পৌরসভা যুবদলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সোহেল ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজিম উদ্দীন রনি, সদস্য সচিব নুর মোহাম্মদ সাদ্দামসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।