১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ন ১৪৩০, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

৫ আগস্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী করা যাবে না : ডা. তাহের

বক্তব্য দিচ্ছেন ডা. সৈয়দ আবদুল্লাহ মো: তাহের - ছবি : নয়া দিগন্ত

৫ আগস্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী করা যাবে না মন্তব্য করে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মো: তাহের বলেছেন, ‘জামায়াতে ইসলামী বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। স্বাধীনতার ৫৪ বছর পর আরেকটি যুদ্ধের মধ্য দিয়ে আমরা ৫ আগস্ট পেয়েছি। এই ৫ আগস্টের স্পিরিটকে ধারণ করে সকল দুর্নীতি, বৈষম্য, লুটপাট ও প্রতিহিংসা দূর করতে হবে। এতে যদি আমরা ব্যর্থ হই, তাহলে ৫ আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী করা হবে। এখন দেশের মৌলিক পরিবর্তনের জন্য সৎ নেতৃত্বের প্রয়োজন।’

তিনি বলেন, ‘১৯৪৭ সালে ব্রিটিশদের হাত থেকে পাকিস্তানকে স্বাধীন করা হয়েছে। সে স্বাধীনতাও টিকল না। ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে অগণিত মানুষের তাজা রক্ত ও মা-বোনের ইজ্জতের বিনিময়ে পেয়েছি একটি লাল সবুজের পতাকা। এ স্বাধীনতাও আমরা ভোগ করতে পারিনি। শুরু হয়েছে শোষণ, দুর্নীতি আর লুটপাট। ৫ আগস্টের নতুন বাংলাদেশে শোষন, বঞ্চনা ও প্রতিহিংসা থাকবে না।’

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা মাঠে পৌর জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। সে ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। স্বৈরাচারের দোসররা এখনো ওঁতপেতে রয়েছে।

তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘শেখ হাসিনা ইতোমধ্যে দেশের বিরুদ্ধে আবারো ষড়যন্ত্র শুরু করেছেন। ভারতে বসে বসে দেশের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন। যদি আবারো স্বৈরাচারী কায়দায় মেতে ওঠার চেষ্টা করেন তার পরিণাম ভালো হবে না।’

পৌর জামায়াতের আমির মুহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ওপেলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, সেক্রেটারি বেলাল হোসাইন, শহীদ সাহাবউদ্দিন পাটোয়ারীর বাবা মাওলানা জয়নাল আবেদীন পাটোয়ারী, ছাত্রশিবিরের কুমিল্লা জেলা পূর্বের সভাপতি নাজমুল হাসান, পৌর জামায়াতের সাবেক আমির জয়নাল আবেদীন পাটোয়ারী, ভিপি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।


আরো সংবাদ



premium cement