২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নোয়াখালীতে ভূমিহীনদের জমি বন্দোবস্তের দাবিতে সমাবেশ

নোয়াখালীতে ভূমিহীনদের জমি বন্দোবস্তের দাবিতে সমাবেশ - ছবি : নয়া দিগন্ত

নোয়াখালীর হাতিয়ায় ভূমিহীনদের জমি বন্দোবস্তের দাবিতে কৃষক সমাবেশ করেছেন ভূমিহীন কৃষকরা।

বুধবার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কৃষক সমাবেশ করা হয়।

এ সময় হাতিয়া ভূমিহীন কৃষক সমিতির সভাপতি মাঈনউদ্দিন লেলিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা খোন্দকার আবুল কালাম।

এছাড়া আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ফজলে আজিম তুহিন, গোলাম সারওয়ার, মো: শাহাজান, মো: আব্দুল হান্নান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, স্থানীয় কিছু প্রভাবশালী নেতা-কর্মীদের কারণে যারা বন্দোবস্ত করা জমি নথির মাধ্যমে পেয়েছে ওই জমিতে তারা চাষাবাদ করতে পারছেন না।

এ সময় বিভিন্ন বক্তারা তাদের দাবি তুলে ধরে বলেন, আজ কয়েক বছর ধরে এই নথি বন্দোবস্ত পেয়েছি। আমরা সব নথির কাগজপত্র সংগ্রহ করে রেখেছি। কয়েকবার উপজেলা নির্বাহী অফিসার এবং এসিল্যান্ড বরাবর স্বারক লিপিও জমা দিয়েছি। যাতে আমাদের সকল ভূমিহীনদের বন্দোবস্ত করা জমিগুলো দ্রুত মাপ জরিপ করে ভূমিহীনদের বুঝিয়ে দেন। কিন্তু তারা আমাদের এই নথির জমিগুলো বুঝিয়ে দিবে বলে ফাঁকিবাজি শুরু করেছে। তারা আমাদের জমি বুঝিয়ে দিচ্ছে না।

সমাবেশ থেকে হুঁশিয়ার করে বক্তারা বলেন, নথি মালিকদের জমিগুলো দ্রুত বুঝিয়ে দেন। না হলে আমরা কঠোর আন্দোলন করব। তখন কেউ পালানোর পথ খুঁজে পাবেন না। আমাদের জমিগুলো মাপ জরিপ করে ভূমিহীনদের বুঝিয়ে দেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার এবং এসিল্যান্ডের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়।


আরো সংবাদ



premium cement
জামিন পেলেন সাবেক পরিকল্পনামন্ত্রী মার্চের মধ্যে শ্রম আইন সংশোধন করা হবে : শ্রম সচিব ডেঙ্গুতে আরো ২ মৃত্যু, হাসপাতালে ৯৩৪ নোয়াখালীর আ’লীগ নেতা ঢাকা থেকে গ্রেফতার ঢাকায় যখন-তখন সংঘর্ষ-বিক্ষোভ, ইচ্ছে হলেই রাস্তা বন্ধ বিনা সুদে লাখ টাকা ঋণের প্রলোভন : মূল হোতা মোস্তফা আটক উন্নয়ন ব্যয়-বিনিয়োগ স্থবিরতায় অর্থনৈতিক মন্দার আশঙ্কা পরিকল্পনা উপদেষ্টার দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে : সেলিম উদ্দিন ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে মোল্লা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ : ৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

সকল