নোয়াখালীতে ভূমিহীনদের জমি বন্দোবস্তের দাবিতে সমাবেশ
- হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা
- ১৩ নভেম্বর ২০২৪, ১৮:১৪
নোয়াখালীর হাতিয়ায় ভূমিহীনদের জমি বন্দোবস্তের দাবিতে কৃষক সমাবেশ করেছেন ভূমিহীন কৃষকরা।
বুধবার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কৃষক সমাবেশ করা হয়।
এ সময় হাতিয়া ভূমিহীন কৃষক সমিতির সভাপতি মাঈনউদ্দিন লেলিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা খোন্দকার আবুল কালাম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ফজলে আজিম তুহিন, গোলাম সারওয়ার, মো: শাহাজান, মো: আব্দুল হান্নান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, স্থানীয় কিছু প্রভাবশালী নেতা-কর্মীদের কারণে যারা বন্দোবস্ত করা জমি নথির মাধ্যমে পেয়েছে ওই জমিতে তারা চাষাবাদ করতে পারছেন না।
এ সময় বিভিন্ন বক্তারা তাদের দাবি তুলে ধরে বলেন, আজ কয়েক বছর ধরে এই নথি বন্দোবস্ত পেয়েছি। আমরা সব নথির কাগজপত্র সংগ্রহ করে রেখেছি। কয়েকবার উপজেলা নির্বাহী অফিসার এবং এসিল্যান্ড বরাবর স্বারক লিপিও জমা দিয়েছি। যাতে আমাদের সকল ভূমিহীনদের বন্দোবস্ত করা জমিগুলো দ্রুত মাপ জরিপ করে ভূমিহীনদের বুঝিয়ে দেন। কিন্তু তারা আমাদের এই নথির জমিগুলো বুঝিয়ে দিবে বলে ফাঁকিবাজি শুরু করেছে। তারা আমাদের জমি বুঝিয়ে দিচ্ছে না।
সমাবেশ থেকে হুঁশিয়ার করে বক্তারা বলেন, নথি মালিকদের জমিগুলো দ্রুত বুঝিয়ে দেন। না হলে আমরা কঠোর আন্দোলন করব। তখন কেউ পালানোর পথ খুঁজে পাবেন না। আমাদের জমিগুলো মাপ জরিপ করে ভূমিহীনদের বুঝিয়ে দেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার এবং এসিল্যান্ডের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা