২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে সুজন-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‘আর বিভাজনের রাজনীতি নয়, ঐক্য প্রয়োজন’

ফেনীতে সুজন-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা - ছবি : নয়া দিগন্ত

আর বিভাজনের রাজনীতি নয়, ঐক্য প্রয়োজন মন্তব্য করে ফেনী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তায়বুল হক বলেছেন, ‘শিরদাঁড়া সোজা থাকলে সোজা হয়ে দাঁড়াতে পারি। সবার শিরদাড়া সোজা নয়। যে দেশে ইলেকশন ইলেকশন খেলা হয়েছে ওই কমিশনের শিরদাঁড়া ছিল না। যদি থাকতো তাহলে আজকের এ অবস্থা হতো না।’

তিনি বলেন, ‘দোর্দন্ড প্রতাপশালী সরকার পতনের পর গ্রাম-বাড়ি ছেড়ে এভাবে এত লোক পালিয়ে যেতে হয়েছে পৃথিবীর ইতিহাসে এমন নজির জানা নেই। আমরা দীর্ঘদিন বিভাজনের রাজনীতিতে ছিলাম। এই দেশ ও জাতিকে সঠিক পথে নিতে হলে বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে ঐক্যের রাজনীতিতে যেতে হবে।’

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শহরের ট্রাংক রোডের প্রধান সড়কে শোভাযাত্রা শেষে ফেনী রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুজন জেলা কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।

এ সময় বিশেষ অতিথি ছিলেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খন্দকার, নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজের প্রাক্তণ অধ্যক্ষ প্রফেসর ডা. মলয় কান্তি চক্রবর্তী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পাবলিক প্রসিকিউটর (পিপি) মেজবাহ উদ্দিন খান, জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, জামায়াতে ইসলামীর জেলা প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহীম, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পার্থ পাল চৌধুরী, প্রথম আলো প্রতিনিধি আবু তাহের, সংগ্রাম প্রতিনিধি এ কে এম আবদুর রহীম, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপন।

সুজন ফেনী পৌর কমিটির সাধারণ সম্পাদক ইমন উল হকের পরিচালনায় আরো বক্তব্য রাখেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক মোহাম্মদ সেলিম সরকার, স্টার লাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন, এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শাহআলম বাদল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নঈম উল্যাহ চৌধুরী বরাত, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আলমগীর হোসেন চৌধুরী, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খন্দকার, শহর ব্যবসায়ী সমিতির সভাপতি ইকবাল আলম, স্বেচ্ছাসেবী সংগঠক ওসমান গনি রাসেল।

এ সময় অন্যদের মধ্যে নবনিযুক্ত অতিরিক্ত সরকারি কৌঁসুলি মেজবাহ উদ্দিন মোরশেদ, ফেনী সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ফরিদ আলম ভূঞা, সাবেক সম্পাদক জহির উদ্দিন, যুগ্ম-সম্পাদক আহমেদ আলী বিভোর, প্রভাষক মামুনুর রশিদ, মঞ্জুরুল হাসান রুমি ও ইসতিয়াক উদ্দিন, দৈনিক স্টার লাইন সহযোগি সম্পাদক জসিম মাহমুদ, ফেনী জেলা প্রাইভেট হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ, লালন অ্যাকাডেমীর সভাপতি মোহাম্মদ উল্যাহ, ক্রীড়া সংগঠক তৌহিদুল ইসলাম তুহিন, শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমান সোহেল, একাত্তর টিভি প্রতিনিধি নুরুজ্জামান সুমন, আমার সংবাদ প্রতিনিধি এস এম ইউসুফ আলী, অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, সোনাগাজী প্রেসক্লাব সভাপতি মাহমুদুল হাসান, ফেনী সাইক্লিস্টের সভাপতি আল আমিন, বিডি ক্লিনের সমন্বয়ক ফয়সাল হাসান অপু।

আলোচনা সভায় সুজনের আঞ্চলিক সমন্বয়ক সৈয়দ নাছির উদ্দিন, কো-অর্ডিনেটর বিবি খাদিজা, ফেনী পৌর সভাপতি জাহিদ হোসেন বাবলু, জেলা কমিটির কোষাধ্যক্ষ খোরশেদ আলম বাবলু, ফুলগাজী উপজেলা সভাপতি জহিরুল ইসলাম জাহাঙ্গীর, ছাগলনাইয়া উপজেলা সভাপতি কামরুল হাসান লিটন, দাগনভূঞা উপজেলা কোষাধ্যক্ষ কাজী ইফতেখার প্রমুখ।

এর আগে ‘রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার পরিবেশ সৃষ্টি করুন’ প্রতিপাদ্য সামনে রেখে কেন্দ্রীয় শহীদ মিনারে বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন অতিথিরা। এরপর ট্রাংক রোডের প্রেসক্লাব চত্ত্বর, মডেল থানার সামনের সড়ক ঘুরে রিপোর্টার্স ইউনিটিতে গিয়ে শোভাযাত্রা শেষ হয়।


আরো সংবাদ



premium cement
একই সময় ২ স্বামীর সাথে সংসার! কুয়াকাটায় নসিমনচাপায় গৃহবধূ নিহত রাওয়ালপিন্ডিতের বুশরা বিবির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি কিশোরগঞ্জে সাবেক ডিসির বিরুদ্ধে ভাইয়ের সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকি সৌদি আরবের বিরুদ্ধে ইমরান খানের স্ত্রীর অভিযোগ, ভিন্ন কথা দলের উল্লাপাড়ায় ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্পের কেন্দ্রলিডারদের প্রশিক্ষণ সম্পন্ন ফতুল্লায় ১৯ জুয়াড়ি গ্রেফতার ইরানের কাছে বিপজ্জনক অস্ত্র থাকা উচিত না : ইসরাইল বেনাপোলে সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ইউক্রেনকে ফের হুঁশিয়ারি, আইসিবিএম ছুড়ল রাশিয়া ইন্দুরকানীতে শতবর্ষী বৃদ্ধের আত্মহত্যা

সকল