১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বান্দরবানে অবৈধ অনুপ্রবেশের সময় ৮১ রোহিঙ্গা যুবক আটক

বান্দরবানে অবৈধ অনুপ্রবেশের সময় আটক ৮১ রোহিঙ্গা যুবক - ছবি : নয়া দিগন্ত

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে মিয়ানমারের ৮১ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৩১ জন শিশু রয়েছে।

সোমবার সকালে খবর পেয়ে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা এদের আটক করে।

জানা গেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতময় পরিস্থিতির কারণে কক্সবাজার ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করায় এরা বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে আলীকদমের দুর্গম কুরুকপাতা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে। পরে গোপন সূত্রে খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এদের কয়েকটি পাহাড়ি এলাকা থেকে আটক করে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আলীকদম ৫৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল আকিব জাবেদ জানান, বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে মিয়ানমারের ওপার থেকে রোহিঙ্গা নাগরিকরা রাতের আঁধারে আলীকদমের কয়েকটি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে। পরে এরা সীমান্ত এলাকা থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার সময় খবর পেয়ে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা ৮১ জন মিয়ানমারে রোহিঙ্গা নাগরিক আটক করে। আটকৃতদের উপজেলা প্রশাসনের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।’

আলীকদমের উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপায়ন দেব জানান, ‘আটক রোহিঙ্গা নাগরিকদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চালানো হচ্ছে। আপাতত তাদের কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতময় পরিস্থিতির কারণে সেখানকার রোহিঙ্গারা বিভিন্নভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
৫ আগস্ট গুলিবিদ্ধ আবদুল্লাহ মারা গেছেন সিসিকের সাবেক কাউন্সিলর মতিউর গ্রেফতার গাইবান্ধায় বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের ফাঁসি কুমিল্লায় ৮ বাসযাত্রীকে পুড়িয়ে হত্যা : সাবেক রেলমন্ত্রীর ভাতিজা গ্রেফতার সন্ধ্যায় শাহজালালে যাত্রীদের ওয়েটিং লাউঞ্জের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ঝালকাঠিতে ইঁদুর মারার বিষ খেয়ে ভাই-বোনের মৃত্যু লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলায় জাতিসঙ্ঘের নিন্দা নোবিপ্রবিতে আবাসিক হলে আগুন, পরীক্ষা স্থগিত ভারতে বোমাতঙ্কে কলকাতাগামী বিমানের রায়পুরে জরুরি অবতরণ বান্দরবানে কেএনএফ আস্তানায় সেনা অভিযান, একে৪৭-সহ বিপুল অস্ত্র উদ্ধার নারায়ণগঞ্জে যানজট নিরসনে যৌথ অভিযান

সকল