১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সরকারকে বেকায়দায় ফেলতেই সাম্প্রদায়িক হামলা : এ্যানি

বক্তব্য দিচ্ছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি - ছবি : নয়া দিগন্ত

সরকারকে বেকায়দায় ফেলতেই সম্প্রদায়িক হামলা হচ্ছে বলে মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘অতীতে কারা হিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়ি, জমি ও দোকান দখল করেছে তা জনগনের বুঝতে বাকি নেই। স্বৈরাচারের দোসররা এখনো পালিয়ে যায়নি, তারা দেশেই আছে। ষড়যন্ত্রের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়কে আঘাত করে পাশের দেশ ভারতকে বুঝাতে চায়।’

তিনি বলেন, ‘কিছু দিন আগেও থানাগুলোকে নিজস্ব শক্তি ব্যবহার করা হয়েছে। নিজেদের প্রয়োজনে ব্যবহার করা হয়েছে। বর্তমান প্রশাসন ও পুলিশ প্রশাসনকে কোনো রাজনৈতিক দল যাতে নিজস্ব বাহিনী কিংবা নিজস্ব শক্তি হিসেবে ব্যবহার করতে না পারে সে ব্যবস্থা আমাদেরকে স্থায়ীভাবে করতে হবে।’

রোববার (১০ নভেম্বর) দুপুরের দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে জেলা জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হিরালাল দেবনাথ নামে এক স্বর্ণ ব্যবাসায়ীর হত্যায় বিচারের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয় বলে জানা গেছে।

এ সময় এ্যানি বলেন, ‘সবাই মিলেমিশে আছেন, থাকছেন এবং ভবিষ্যতেও মিলেমিশে থাকবেন। তাই বর্তমানে আমাদের আরো বেশি সজাগ থাকতে হবে। দেশটা সবার, দেশ ও দেশের জাতিকে রক্ষা করা সবার দায়িত্ব।’

তিনি আরো বলেন, ‘আমরা মনে করি দেশকে একত্রিত করার চেষ্টা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক দলসহ সবাই মিলে এ ছাত্র-জনতার আন্দোলন তৈরি করেছি। এ আন্দোলনের ধারাবহিকতা আমাদের রক্ষা করতে হবে। এর সুফল ও ফসল আমাদেরকেই ঘরে তুলে নিয়ে আসতে হবে।’

এ সময় বিএনপি নেতা এ্যানি নিহত স্বর্ণ ব্যবসায়ীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অনতিবিলম্বে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন নুরনবী, লক্ষ্মীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সিনিয়র সহ-সভাপতি আবদুল আজিজ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, সেক্রেটারি মিলন মণ্ডল, বাজুস লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি সমির চন্দ্র কর্মকার ও সাধারণ সম্পাদক পরেশ কর্মকার প্রমুখ।

উল্লেখ্য, গত শুক্রবার রাত ৯টার দিকে সদর উপজেলার কাজির দিঘীর পাড় এলাকায় স্বর্ণ ব্যবসায়ী হিরালাল দেবনাথ নিজ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাবার পথে একটি নির্জন স্থানে দুর্বৃত্তরা তাকে চুরিকাঘাতে হত্যা করে। হত্যাকাণ্ডের ঘটনায় তার ছেলে প্রিতম দেবনাথ অজ্ঞাত আসামি করে সদর থানায় মামলা করেন। নিহত হিরালাল দেবনাথ কাজির দিঘির পাড় বাজারের মাতৃ শিল্পালয়ের মালিক বলে জানা গেছে।


আরো সংবাদ



premium cement
জাতীয় নির্বাচন কবে, জানালেন প্রধান উপদেষ্টা খুলনায় স্বর্ণের বারসহ যুবক গ্রেফতার সিলেটে দোকানে রেফ্রিজারেটর বিস্ফোরণে দগ্ধ ৭ আন্দোলনকারীদের স্বপ্ন বাস্তবায়নের দাবি আহত স্বাধীনের চায়ের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসায় বিএনপি নেতারা শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচনের ভোট চলছে লেবাননের আরো অভ্যন্তরে ঢোকার চেষ্টা, ৬ ইসরাইলি সৈন্য নিহত এলএনজি টার্মিনালের দরপত্র প্রক্রিয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পেট্রোবাংলা! জোড়া শতকে কিউইদের বিপক্ষে বড় জয় শ্রীলঙ্কার গাজার যুদ্ধে ‘প্রকৃত বিরতির’ আহ্বান ব্লিংকেনের পার্লমেন্টে আস্থা ভোট দেবেন জার্মান চ্যান্সেলর

সকল