১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘তারেক রহমানের সহযোগিতায় হাসিনার পতন হয়েছে’

ফেনীতে বিএনপির র‌্যালী শেষে বক্তব্য দিচ্ছেন নেতারা - ছবি : নয়া দিগন্ত

তারেক রহমানের সহযোগিতায় হাসিনার পতন হয়েছে মন্তব্য করে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, ‘গত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছিল, সেখানে ছাত্র-জনতা আন্দোলন করেছে। ছাত্র-জনতার ওই আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’

তিনি বলেন, ‘ফ্যাসিবাদী সরকারের পতনের আন্দোলন শুরু হয়েছিল যখন এক দফার আন্দোলন শুরু হয়েছিল তখন। আমরা দেখেছি, ফ্যাসিস্ট হাসিনা সরকার ছাত্র-জনতার উপর গুলিবর্ষণ করে ছাত্রদের হত্যা করেছে। অনেকে আহত হয়েছে, ওই সময় সারাদেশে তুমুল আন্দোলন শুরু হয়। এক দফার আন্দোলন যখন শুরু হয় ওই সময় থেকে তারেক রহমান ফ্যাসিবাদী সরকারকে হটাতে সারাদেশের বিএনপি নেতা-কর্মীদেরকে মাঠে থাকার নির্দেশনা দিয়েছিলেন।’

রোববার (১০ নভেম্বর) ফেনী শহরে জাতীয় সংহতি ও বিপ্লব দিবসে র‌্যালী পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘জনগন ভোটাধিকার ফিরে পেতে উম্মুখ হয়ে আছে। দ্রুত সংস্কার করে নির্বাচন দিন। জনগন দ্রুত নির্বাচন চায় বলে বিএনপিও দ্রুত নির্বাচন চায়।

তিনি বলেন, ‘বিএনপি নেতা-কর্মীরা মাঠে ছিল বলেই হাসিনা সরকারের পতন হয়েছে।’

এ সময় ট্রাংক রোডের কেন্দ্রীয় বড় মসজিদের সামনে বেলুন উড়িয়ে র‌্যালী উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ফেনী সদর আসনের সাবেক এমপি অধ্যাপক জয়নাল আবদীন ভিপি।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে এবং সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, এয়াকুব নবী ও আনোয়ার হোসেন পাটোয়ারীর পরিচালনায় আরো বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-গ্রাম সরকারবিষয়ক সম্পাদক বেলাল আহমদ, সদস্য মশিউর রহমান বিপ্লব ও আবু তালেব।

শেষে বড় মসজিদের সামনে থেকে বিশাল র‌্যালী শুরু হয়ে ট্রাংক রোডের প্রধান সড়ক ঘুরে শেষ হয়। এতে কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেয়।


আরো সংবাদ



premium cement
জাতীয় নির্বাচন কবে, জানালেন প্রধান উপদেষ্টা খুলনায় স্বর্ণের বারসহ যুবক গ্রেফতার সিলেটে দোকানে রেফ্রিজারেটর বিস্ফোরণে দগ্ধ ৭ আন্দোলনকারীদের স্বপ্ন বাস্তবায়নের দাবি আহত স্বাধীনের চায়ের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসায় বিএনপি নেতারা শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচনের ভোট চলছে লেবাননের আরো অভ্যন্তরে ঢোকার চেষ্টা, ৬ ইসরাইলি সৈন্য নিহত এলএনজি টার্মিনালের দরপত্র প্রক্রিয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পেট্রোবাংলা! জোড়া শতকে কিউইদের বিপক্ষে বড় জয় শ্রীলঙ্কার গাজার যুদ্ধে ‘প্রকৃত বিরতির’ আহ্বান ব্লিংকেনের পার্লমেন্টে আস্থা ভোট দেবেন জার্মান চ্যান্সেলর

সকল