১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘হাসিনার গড়া ট্রাইবুনালেই তার বিচার করতে হবে’

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আহসান উল্যাহ - ছবি : নয়া দিগন্ত

ফ্যাসিস্ট হাসিনার গড়া ট্রাইবুনালে বাংলার মাটিতেই তার বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্যাহ। তিনি বলেন, জামায়াতকে যারা নিষিদ্ধ করতে চেয়েছিল তাদেরকেই আজ দেশ ছে‌ড়ে পালা‌তে হ‌য়ে‌ছে।

শনিবার (৯ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চৌধুরী কমিউনিটি সেন্টারে জামায়াতে ইসলামী মাটিরাঙ্গা শাখার কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা ব‌লেন।

অধ্যাপক আহসান উল্যাহ বলেন, ‘দেশের এমন কোনো জনপদ নাই যেখানে জামায়াতকে নির্যাতন করা হয়নি। অন্যায়ভাবে মানুষকে হত্যা করে কখনো ক্ষমতায় টিকে থাকা যায় না।’

তিনি ব‌লেন, ‘পার্বত‌্য তিন‌টি জেলাকে যেভা‌বে আলাদা ক‌রে রাখা হ‌য়ে‌ছে, তা চরম বৈষম‌্য। পাহা‌ড়ে বসবাসরত বাঙালি‌দের তা‌দের ন‌্যায‌্য হিস্যার দা‌বিও জানান তিনি।’

জামায়াতের মাটিরাঙ্গা সভাপতি মো: সামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান এবং খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ আবুল হোসেন, জেলা ছাত্রশিবিরের সভাপতি মো: মাইন উদ্দিন, মাটিরাঙ্গা জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা আবদুল জলিল, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা জামায়াতের সাবেক সভাপতি আমান উল্লাহ, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আবু আহাম্মদ, উপজেলা জামায়াতের টিম সদস্য জামাল হোসেন প্রমুখ।


আরো সংবাদ



premium cement
অশান্ত মনিপুরে কারফিউ বাকুতে বিশ্বনেতাদের কণ্ঠে প্রধান উপদেষ্টার প্রশংসা ১০ বিভাগে বড় সমাবেশ করবে বিএনপি অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে : মির্জা ফখরুল শেখ হাসিনাকে গ্রেফতারে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলকে চিঠি গাইবান্ধায় হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা গুজব ও অপতথ্য প্রতিরোধে গণমাধ্যমকেই ভূমিকা রাখতে হবে : তথ্য উপদেষ্টা ট্রাইব্যুনালে ৯ র‌্যাব কর্মকর্তার বিরুদ্ধে পা হারানো লিমনের অভিযোগ দায়ের ওলামাদের মধ্যে রূহানি ঐক্য প্রয়োজন বিশ্বে জলবায়ু সঙ্কট ও সঙ্ঘাতে ১২ কোটি শরণার্থী সতর্ক করল জাতিসঙ্ঘ ডিএনএ টেস্টে মাহমুদুর রহমানই হারিছ চৌধুরী প্রমাণিত

সকল