১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘হাসিনার গড়া ট্রাইবুনালেই তার বিচার করতে হবে’

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আহসান উল্যাহ - ছবি : নয়া দিগন্ত

ফ্যাসিস্ট হাসিনার গড়া ট্রাইবুনালে বাংলার মাটিতেই তার বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্যাহ। তিনি বলেন, জামায়াতকে যারা নিষিদ্ধ করতে চেয়েছিল তাদেরকেই আজ দেশ ছে‌ড়ে পালা‌তে হ‌য়ে‌ছে।

শনিবার (৯ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চৌধুরী কমিউনিটি সেন্টারে জামায়াতে ইসলামী মাটিরাঙ্গা শাখার কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা ব‌লেন।

অধ্যাপক আহসান উল্যাহ বলেন, ‘দেশের এমন কোনো জনপদ নাই যেখানে জামায়াতকে নির্যাতন করা হয়নি। অন্যায়ভাবে মানুষকে হত্যা করে কখনো ক্ষমতায় টিকে থাকা যায় না।’

তিনি ব‌লেন, ‘পার্বত‌্য তিন‌টি জেলাকে যেভা‌বে আলাদা ক‌রে রাখা হ‌য়ে‌ছে, তা চরম বৈষম‌্য। পাহা‌ড়ে বসবাসরত বাঙালি‌দের তা‌দের ন‌্যায‌্য হিস্যার দা‌বিও জানান তিনি।’

জামায়াতের মাটিরাঙ্গা সভাপতি মো: সামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান এবং খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ আবুল হোসেন, জেলা ছাত্রশিবিরের সভাপতি মো: মাইন উদ্দিন, মাটিরাঙ্গা জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা আবদুল জলিল, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা জামায়াতের সাবেক সভাপতি আমান উল্লাহ, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আবু আহাম্মদ, উপজেলা জামায়াতের টিম সদস্য জামাল হোসেন প্রমুখ।


আরো সংবাদ



premium cement
গাজার যুদ্ধে ‘প্রকৃত বিরতির’ আহ্বান ব্লিংকেনের পার্লমেন্টে আস্থা ভোট দেবেন জার্মান চ্যান্সেলর বাতাসে কদবেলের ঘ্রাণ! জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলনে অভিজ্ঞতা বর্ণনা করলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ইউক্রেনকে আরো সহায়তা দিতে ব্লিংকেনের প্রতিশ্রুতি ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান হলের সিট বণ্টন নিয়ে উত্তপ্ত কুবি, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি করাচি থেকে প্রথম সরাসরি কার্গো পৌঁছেছে চট্টগ্রামে মুখরোচক খাবারে সরগরম লক্ষ্মীবাজারের স্ট্রিট ফুড ট্রাম্পের প্রত্যাবর্তনে ভারতের লাভ? মন্ত্রিসভায় চীন-পাকিস্তানবিরোধী ব্যক্তিরা! লড়াই করেও ভারতের কাছে হেরে গেল দ. আফ্রিকা

সকল