২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আ’লীগ সরকার আলেমদের কণ্ঠরোধ করেছিল : জামায়াত নেতা আবদুল হালিম

- ছবি : নয়া দিগন্ত

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত মুহাম্মদ আবদুল হালিম বলেছেন, ‘আ’লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন আলেম-ওলামারা ইচ্ছেমতো ইসলামের কথা বলতে পারেনি। খুতবায় ইকামতে দ্বীনের কথা বলায় অনেক আলেম-ওলামাকে গোয়েন্দা সংস্থা, প্রশাসনহ আ’লীগ নেতাকর্মীরা বাধা দিয়েছিল। এক কথায়, ‘আ’লীগ সরকার আলেমদের কণ্ঠরোধ করেছিল’।

তিনি বলেন, দীর্ঘ ১৮ বছর পর ছাত্র-জনতার গণআন্দোলনে সরকার পতনের পর নতুন বাংলাদেশে আলেম-ওলামারা মন খুলে কথা বলতে পারছে। জামায়াতে ইসলামী বরাবরের মতো আলেম-ওলামাদের সম্মান দিচ্ছে।

শনিবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ওলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান। ভার্চুয়াল পদ্ধতিতে দারসুল কোরআন পেশ করেন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার ন্যাশনাল প্রেসিডেন্ট শায়েখ মাওলানা দেলোয়ার হোসাইন।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন, কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা বিভাগের সেক্রেটারি অধ্যাপক মফিজুর রহমান, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ একেএম শামছুদ্দিন, কাছারিপাড়া মাদরাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা আবদুল কাইউম, উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা রাশীদুল হাসান জাহাঙ্গীর, ছাত্রশিবির কুমিল্লা জেলা পূর্বের সাধারণ সম্পাদক মহিউদ্দিন রনি, আল বিরুনী চাইল্ড অ্যাকাডেমির অধ্যক্ষ মাওলানা ইকবাল হোসেন সালেহী।

সমাবেশের শুরুতে দোয়া পরিচালনা করেন আড়াইবাড়ি দরবার শরীফের পীর মাওলানা গোলাম পরোয়ার সাঈদী।

শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ আবদুল হাকিমের সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি এএনএম আবু তাহের ও ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা আবু ইউসুফের যৌথ সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শ্রীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মোস্তফা নুরুজ্জামান খোকন, উপজেলা শিবিরের সাবেক সভাপতি মনির হোসাইন, শ্রীপুর ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মাওলানা আবুল হাশেম, সহকারী সেক্রেটারি সামছুল আলম, আবদুস সাত্তার, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি রবিউল হোসেন মিলন, সেক্রেটারি ইকবাল হোসেন মজুমদার, ইউনিয়ন শিবিরের শাখা সভাপতি আবুল বাশার ও ফাহাদ হোসাইনসহ বিভিন্ন গ্রাম থেকে আগত আলেম-ওলামাবৃন্দ।


আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল