২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

যথাসময়ে নির্বাচন দেয়া হবে : ধর্ম উপদেষ্টা

প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন - ছবি : নয়া দিগন্ত

যথাসময়ে নির্বাচন দেয়া হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদ হচ্ছে। গত ১৬ বছর জনগণ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। জনগণ যাতে নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে আল-জামেয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরির ১১৮তম বার্ষিক ইসলামি মহাসম্মেলনের শেষ দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘আমরা যদি ব্যর্থ হই তাহলে দেশের ওপর এক অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে। তাই আমরা সকলের কাছে বিনীতভাবে সহযোগিতা কামনা করছি।’

তিনি বলেন, ‘একটি নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে আমরা সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছি। ইনশাআল্লাহ আগামীতে নির্বাচনের মাধ্যমে যারা এ রাষ্ট্র পরিচালনার আসবেন তাদের হাতেই আমরা দায়িত্বভার অর্পণ করব।’

মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ খোবাইব বিন তৈয়বের সভাপতিত্বে এ ইসলামি মহাসম্মেলনে বয়ান পেশ করেন ইলিয়াস গুম্মান (পাকিস্তান), হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী, জুনায়েদ আল হাবিব, মাওলানা সাখাওয়াত হোসেন রাজি, মাওলানা হাফিজুর রহমান, মুফতি রেজাউল করিম আবরার, মুফতি মোহাম্মদ আলী, মুফতি আজিজুল হক প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement
মণিপুরে আরো ১০ হাজার জওয়ান পাঠাচ্ছে ভারত সরকার এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি 'সহানুভূতিসম্পন্ন' সব সংস্কার শেষে নির্বাচনের পক্ষে ৬৫.৯ ভাগ মানুষ সোনার দেশ- এটিই হবে ভবিষ্যতের বাংলাদেশ জুলাই বিপ্লবে আহত বাবুকে নেয়া হচ্ছে থাইল্যান্ড সৈন্যের বিনিময়ে উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে রাশিয়া! প্রথম দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল

সকল