‘কুকি-চিনের সশস্ত্র সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হবে’
- বান্দরবান প্রতিনিধি
- ০৮ নভেম্বর ২০২৪, ১৬:৪৬
পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যদের আলোচনার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন, বান্দরবানের নবনিযুক্ত জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই।
তিনি বলেন, ‘ভুল বোঝাবুঝির কারণে একটি অংশ অস্ত্র ধরে বিপথগামী হয়েছে। তাদেরকে সুন্দর স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনার জন্য সরকারের নির্দেশনায় সবার সাথে আলোচনা করে সব ধরনের উদ্যোগ নেয়া হবে।’
শুক্রবার (৮ নভেম্বর) সকালে তার নিজ বাসভবনে এই প্রতিনিধির সাথে আলাপকালে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান এ কথা বলেন।
থানজামা লুসাই বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার একটি পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে। সরকার দেশকে একটি সুন্দর নির্বাচনের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের সবার উচিত এ সরকারকে সহযোগিতা করা।’
তিনি বলেন, ‘সেনাবাহিনী পাহাড়ে শান্তি উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এলাকার আর্থ-সামাজিক ব্যবস্থা, বেকারত্ব দূরীকরণ ও মানবসম্পদ উন্নয়নে সবাইকে সাথে নিয়ে জেলা পরিষদ কাজ করে যাবে।
এছাড়া কৃষি, পর্যটন শিল্প ও শিক্ষাব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করা হবে। দুর্নীতির বিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, ‘বর্তমান সরকার দুর্নীতি দমনে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে। দুর্নীতি প্রতিরোধে সরকারের নির্দেশনায় জেলা পরিষদও কাজ করে যাবে।’
উল্লেখ্য, তিন মাস পর রাষ্ট্রপতির আদেশে বৃহস্পতিবার অন্তর্বর্তী তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হয়। এতে অধ্যাপক থানজামা লুসাইকে বান্দরবান, কাজল তালুকদারকে রাঙামাটি ও প্রথম নারী চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান নিযুক্ত করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা