০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

১৫ সদস্য নিয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন

চেয়ারম্যান সাবেক কৃষি কর্মকর্তা কাজল তালুকদার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে - ছবি : নয়া দিগন্ত

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন জেলা পরিষদ পুনর্গঠন করা হয়েছে। নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদে সাবেক কৃষি কর্মকর্তা কাজল তালুকদারকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ গঠন করা হয়।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন জেলা পরিষদ পুনর্গঠনের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে সদস্য পদে দেব প্রসাদ দেওয়ান-বাঘাইছড়ি, প্রনতি রঞ্জন খীসা-নানিয়ারচর, প্রতুল চন্দ্র দেওয়ান-রাঙ্গামাটি, বরুন বিকাশ দেওয়ান-রাঙ্গামাটি, ক্যওসিংমং-কাপ্তাই, নাইউ প্রু মারমা-রাঙ্গামাটি, ড্যানিয়েল লাল মুয়ান পাংখোয়া-বিলাইছড়ি, রাঙাবী তঞ্চঙ্গ্যা-রাঙ্গামাটি, সাগরিকা রোয়াজা-রাঙ্গামাটি, দয়াল দাশ-নানিয়ারচর, মো: হাবীব আজম-রাঙ্গামাটি, মিনহাজ মুরশীদ-লংগদু, বৈশালী চাকমা-রাঙ্গামাটি ও লুৎফুন্নেসা বেগম-রাঙ্গামাটিকে মনোনীত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেয়া পর্যন্ত উপর্যুক্তভাবে পুনর্গঠিত এ অন্তর্বর্তীকালীন পরিষদ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এবং এ আইনের সকল সংশোধনীর বিধান অনুযায়ী রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সকল দায়িত্ব পালন করবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
রিকেলটনের ২৫৮, দক্ষিণ আফ্রিকার রান পাহাড় ঘুরে দাঁড়ালো ম্যানসিটি, ৬৭ দিন পর তুলে নিল টানা দ্বিতীয় জয় রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক

সকল