০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ফেনীতে ডিসি শাহীনার অপসারণ ও বিচার দাবিতে বিক্ষোভ

গণহত্যার প্রধান সহযোগী ও দুর্নীতিগ্রস্ত ডিসি শাহীনাকে অপসারণ দাবি - ছবি : নয়া দিগন্ত

ফেনীর বিতর্কিত জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারের অপসারণ ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিপ্লবী ছাত্রসমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান করে শিক্ষার্থীরা।

এ সময় নাঈম ফরায়েজির পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী আনু জাফর, সৌরভ হোসেন শাকিল, নাইমুল ইসলাম, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের রফিকুল ইসলাম রাতুল, সালে উদ্দিন শাওন, ফেরকান উদ্দিন সিয়াম প্রমুখ।

তারা ডিসি শাহীনা আক্তারকে মহিপালে গণহত্যার প্রধান সহযোগী ও দুর্নীতিগ্রস্ত উল্লেখ করে অপসারণ ও বিচার দাবি জানান।

শিক্ষাার্থীরা তাদের বক্তব্যে বলেন, ‘গত ৪ আগস্ট দু’জন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফেনী শহরের মহিপালে শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণে ১৩ জন শহীদ হয়েছেন। ডিসি শাহীনার নির্দেশনা না পাওয়ায় ম্যাজিস্ট্রেট ও পুলিশ বাহিনী কোনো ধরনের সহায়তা করেননি। এখন পর্যন্ত কোনো খুনিদের বিচারের আওতায় আনা হয়নি। জেলা প্রশাসন থেকে হতাহতদের পরিবারকেও সহায়তা করা হচ্ছে না।’

তারা আরো বলেন, ‘ছাত্রসমাজ দাবি পূরণে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন। আমরা সহিংসতায় বিশ্বাসী নয়। ১৬ জুলাই ফেনীতে যৌক্তিক দাবিতে মিছিল করতে চেয়েছিল, সেদিন পুলিশ হামলা চালিয়েছে। ১৭ জুলাই শহীদ মিনারে ৫৪ জনকে আটকে রেখে নির্যাতন করেছে ছাত্রলীগ। পিটিআই মাঠে সকাল থেকে বিকেল পর্যন্ত আমাদের বন্দি করা হয়েছিল। ১৮ তারিখেও পুলিশ হামলা চালিয়েছে। তিন মাস পার হলেও এত দিন পর্যন্ত এসব ঘটনার বিচার হয়নি। যে অন্যায় করে যে অন্যায়কে প্রশ্রয় দেয় তারা সমান অপরাধী।’

অবিলম্বে ডিসি শাহীনা আক্তারকে অপসারণ করে বিচারের আওতায় আনার দাবি জানান শিক্ষার্থীরা। শেষে শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয় ও আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন।


আরো সংবাদ



premium cement
বিশ্ববিদ্যালয় সংস্কারে ২১ প্রস্তাবনা জবি ছাত্রদলের রাজশাহীতে আ’লীগ নেতার ছেলে গ্রেফতার কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু ১৫ সদস্য নিয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন অবশেষে অন্তর্বর্তী ৩ পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও ৫ সদস্যের পদত্যাগ ডেঙ্গু আরো ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১২০৯ নবাবগঞ্জে আড়াই বছর পর কবর থেকে ৩ যুবকের লাশ উত্তোলন শহীদ নাফিজকে বহনকারী রিকশাটি জুলাই বিপ্লব স্মৃতি জাদুঘরে সংরক্ষণ করা হবে স্বৈরাচারের ষড়যন্ত্রে দেশে রাজনৈতিক সঙ্কট সৃষ্টির অপচেষ্টা চলছে : নজরুল ইসলাম ‘সিপাহী-জনতার যুগপৎ বিপ্লব ছিল স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষাকবচ’

সকল