০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চট্টগ্রামে যৌথবাহিনীর অভিযানে আটক ৮০

চট্টগ্রামে যৌথবাহিনীর অভিযানে আটক ৮০ - সংগৃহীত

চট্টগ্রাম নগরীর হাজারী গলিতে অভিযান চালিয়ে ৮০ জনকে আটক করেছে যৌথবাহিনী।

বুধবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) বিবৃতিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়েছে, গত ৫ নভেম্বর বিকেলে ওসমান আলী নামক এক ব্যক্তির ইসকনবিরোধী ফেসবুক পোস্টকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর টেরীবাজার এলাকার হাজারী লেনে উত্তেজনার সৃষ্টি হয়।

বিবৃতিতে আরো বলা হয়, বিশৃঙ্খলাকারীদের সংখ্যা অনেক বেশি হওয়ায় জানমাল রক্ষা এবং মব জাস্টিস রোধে যৌথ বাহিনী ওসমান আলী ও তার ভাইকে ওই এলাকা থেকে উদ্ধার করে। একপর্যায়ে দুষ্কৃতিকারীরা যৌথ বাহিনীর ওপর এসিড হামলা চালায় এবং ভারী ইট পাটকেলসহ ভাঙা কাঁচের বোতল ছুঁড়তে শুরু করে।

এর পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর পাঁচজন ও পুলিশের সাতজন সদস্য আহত হন।

এরপর দুষ্কৃতিকারীদের শনাক্তকরণে যৌথবাহিনীর ১০টি টহল দল আনুমানিক সাড়ে ৯টার দিকে হাজারী লেন এলাকায় গেলে লুকিয়ে থাকা দুষ্কৃতিকারীরা পুনরায় যৌথবাহিনীর ওপর এসিড সদৃশ বস্তু ছুড়তে শুরু করে।

এসময় যৌথবাহিনী ঘটনাস্থল থেকে ৮০ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে।

বর্তমানে বিভিন্ন সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রকৃত দুষ্কৃতিকারীদের চিহ্নিতকরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদসহ যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে এবং হাজারী গলিসহ নগরীর অন্যান্য এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলে নীতিগত সিদ্ধান্ত সিমেবি’র ‘লাপাত্তা ভিসি’ কার্যালয়ে ফিরেই অবরুদ্ধ ওসমানীনগরে পদত্যাগের দাবিতে মিছিলের পর ইউপি চেয়ারম্যান গ্রেফতার ২০ বাংলাদেশীকে ২ দিন পর ফেরত দিলো আরাকান আর্মি আখাউড়ায় ভারতীয় নাগরিকসহ গ্রেফতার ৩, অবৈধ পণ্য উদ্ধার বাগেরহাটে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ‘আ’লীগের দোসর চুন্নুকে কিশোরগঞ্জের মানুষ অবাঞ্ছিত ঘোষণা করছে’ অক্টোবরে সীমান্তে ভারত ও মিয়ানমারের ১৩২৬ নাগরিক আটক চীনের পথে বিএনপির ৪ সদস্যের প্রতিনিধি দল পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে মিরসরাইয়ের বাওয়াছড়া লেক যশোরে জামায়াত নেতা সজল হত্যার ঘটনায় গ্রেফতার ৫

সকল