ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসী স্ত্রীর সাথে অভিমানের জেরে স্বামীর আত্মহত্যা
- নুরুন্নবী ভুইয়া আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
- ০৬ নভেম্বর ২০২৪, ১৮:৩৩
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রবাসী স্ত্রীর সাথে অভিমানের জেরে মোহন মিয়া নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
বুধবার (৬ নভেম্বর) সকালে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে আখাউড়া থানা পুলিশ।
নিহত মোহন মিয়া পৌরসভার তারাগন গ্রামের শফিকুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ আবুল হাসিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার রাতের কোনো এক সময় তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, দাম্পত্য ও পারিবারিক কলহের জের ধরে মোহন তার নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
পুলিশ কর্মকর্তা (এসআই) মো: আবির জানান, মোহনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের পরিবার থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি বলেও জানান তিনি।
নিহতের পরিবার জানায়, ‘আখাউড়া পৌরসভার পাশে তারাগন গ্রামের মোহন মিয়ার সাথে দেবগ্রামের মেয়ে তাসলিনা আক্তার চাঁদনীর বিয়ে হয় পাঁচ বছর আগে। পরিবারের আর্থিক সমস্যার কারণে চাকরি নিয়ে চাঁদনী প্রবাসে চলে যায়। প্রবাসে থাকা স্ত্রীর সাথে গত ১৫ দিন ধরে মোবাইলে স্বামী মোহনের ঝগড়া চলছিল। এ নিয়ে মানসিক চাপে ছিলেন মোহন। তাদের সংসারে ছেলে আছে বলেও জানান।