২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নব্য ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে চাইলে তাদেরকেও রুখে দিতে হবে : নুর

কুমিল্লায় এক পথ সভায় বক্তব্য দিচ্ছেন নুরুল হক নুর - ছবি : নয়া দিগন্ত

নব্য ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে চাইলে তাদেরকেও রুখে দিতে হবে মন্তব্য করে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘ফ্যাসিবাদের জননী দেশ ছেড়ে পালিয়েছেন। কিন্তু এই ফ্যাসিবাদের পতন ঘটানো সহজ কাজ ছিল না। গত দেড় দশকে রাজনৈতিক আন্দোলন সংগ্রামে অসংখ্য মানুষ শহীদ হয়েছে, আহত হয়েছে, কারাগারে গিয়েছে।’

তিনি বলেন, ‘জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে দু’হাজার মানুষ জীবন দিয়েছে। হাজার হাজার মানুষ ফ্যাসিবাদী হাসিনাকে হটাতে গিয়ে আহত হয়েছে, পঙ্গুত্ববরণ করেছে।’

শনিবার (২ নভেম্বর) দুপুরে দাউদকান্দি উপজেলার বিশ্বরোড ঈদগা মাঠে উপজেলা গণ অধিকার পরিষদ আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভিপি নুর বলেন, ‘গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করতে গিয়ে রক্তাক্ত হয়েছে, তারপরও ফ্যাসিবাদের সাথে কোনো আপস করেনি।’

তিনি প্রশাসনের উদ্দেশে বলেন, ‘কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে গোলাম হয়ে কাজ করবেন না। আপনারা অন্তর্বর্তী সরকারের অধীনে আছেন। এখন কোনো রাজনৈতিক সরকার নেই। কাজেই এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে জনকল্যাণমূলক কাজ করবেন।’

এ সময় বক্তব্য দেন কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মেহেদী হাসান সানি, কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ প্রমুখ।


আরো সংবাদ



premium cement