২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নোয়াখালীতে চাচাকে পিটিয়ে হত্যা

- ছবি : প্রতীকী

নোয়াখালীর সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে চাচা আবু ছায়েদকে (৭০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজা হাসানের বিরুদ্ধে।

শনিবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাকিমপুর গ্রামের আবু ছায়েদ মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আবু ছায়েদ ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাকিমপুর গ্রামের মরহুম মমিন উল্যার ছেলে বলে জানা গেছে।

জানা গেছে, চাচা আবু ছায়েদের সাথে দীর্ঘদিন থেকে জায়গা-সম্পত্তি নিয়ে ভাতিজাদের বিরোধ চলছিল। শনিবার দুপুরে তিনি বাড়ির একটি সুপারি গাছ থেকে সুপারি পাড়তে গেলে তার ভাতিজা হাসান ও হোসেন বাধা দেয়। ওই সময় দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে এ নিয়ে ভাতিজারা তাকে মারধর করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে নিহতের স্বজনেরা তার ভাজিতা হাসানকে আটক করে পুলিশে সোপর্দ করে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।


আরো সংবাদ



premium cement