ফেনীতে প্রথম বারের মতো অনুষ্ঠিত হলো গণতন্ত্র অলিম্পিয়াড
- ফেনী অফিস
- ০১ নভেম্বর ২০২৪, ১৯:২৫
ফেনীতে প্রথম বারের মতো উৎসবমুখর পরিবেশে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর ফেনী জেলা শাখা ও ইয়ুথ হাঙ্গার প্রজেক্টের যৌথ উদ্যোগে ফেনী সরকারি কলেজে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এর আগে সকালে ফেনী সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে বেলুন উড়িয়ে অলম্পিয়াডের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আবু তাহের।
এ সময় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ও ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হক।
সুজনের ফেনী জেলার সাাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) দ্বীন মোহাম্মদ। আলোচক ছিলেন সুজন কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ কুমার সরকার। এছাড়া আরো বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী সবিতা নাথ ও ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী আহসান হাবিব ইমরুজ প্রমুখ।
হাঙ্গার প্রজেক্টের কুমিল্লা আঞ্চলিক সমন্বয়ক সৈয়দ নাছির উদ্দিন ও ফিল্ড কো-অর্ডিনেটর খাদিজা আক্তার প্রতিযোগিতা আয়োজনের সমন্বয় করেন। প্রতিযোগিতায় বিজয়ী ২০ শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদ এবং অংশ নেয়া তিন শ’ শিক্ষার্থীকে সনদ দেয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একে এম আবদুর রহীম। এ সময় প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খোন্দকার, সাংস্কৃতিক সংগঠক জাহিদ হোসেন বাবুল, ক্রীড়া সংগঠক ইমন উল হক, তৌহিদুল ইসলাম তুহিন প্রমুখ।
প্রফেসর তায়বুল হক বলেন, ‘১৯৭১ প্রথম প্রজন্ম এরপর মাঝখানে আরেকটা প্রজন্ম চলে গেছে। এখন তৃতীয় প্রজন্ম। প্রশ্ন হলো ৭১ সালে আমরা যে দেশ স্বাধীন করেছি অন্যায়ের বিরুদ্ধে যে প্রাপ্তির আশা ও আকাঙ্খা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম তা আমরা পাইনি। আমাদের শুধু রক্ত দিতে হয়। পাইনি বলেই আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে পারিনি। এ ব্যর্থতা কার? জাতিগতভাবে আমাদের সবার। আমি শঙ্কিত হই, যখন একটা অর্জন হয়, এ অর্জন আবার কখন হারিয়ে যায়। ১৯৭১ আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু সেটা হারিয়ে ফেলেছি। ভোট দিয়েছি কিন্তু গণতন্ত্র পাইনি, আবার ভোট দিতেও পারিনি। আমরা আবারো রক্ত দিয়েছি। আমরা বলছি, দ্বিতীয় স্বাধীনতা। আমি আশা করব, এ প্রজন্ম অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এ অর্জন যেন হারিয়ে না যায়।’
অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ বলেন, ‘সারাজীবন গনিত, বিজ্ঞান অলিম্পিয়াড দেখেছি। আজ দেখলাম গণতন্ত্র অলিম্পিয়াড। আড়াই হাজার বছর আগে গ্রিক দেশে গণতন্ত্র চর্চা শুরু হয়। এখনো অনেক দেশে গণতন্ত্র আছে। সবার মতামতে সিদ্ধান্ত নেয়াই গণতন্ত্র। বাংলাদেশ জন্মের আগে থেকে গণতন্ত্র চর্চা ছিল। ১৯৭১ সালে এক সাগর রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। গণতান্ত্রিক চর্চা দিন দিন সংকীর্ণ হয়েছে, ভূলুন্ঠিত হয়েছে। ১৫ থেকে ১৬ বছরে গণতন্ত্রের চর্চা সংকীর্ণ হওয়ায় ২০২৪ সালে নতুন অবস্থা সৃষ্টি হয়েছে। জনআকাঙ্খা, কথা বলার অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠায় এ আন্দোলন হয়েছে।’