৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬
`

সুবর্ণচরে ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন

সচেতন নাগরিক সমাজের আয়োজনে মানববন্ধন - ছবি : নয়া দিগন্ত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার বিভিন্ন স্থানে গড়ে ওঠা ২০টি ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ বৃহস্পতিবার দুপুরে সুবর্ণচরের সচেতন নাগরিক সমাজের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ‘ইটভাটাগুলোতে অবাধে ব্যবহার করা হচ্ছে ফসলি জমির মাটি। এতে একদিকে যেমন ধ্বংস হচ্ছে বনায়ন, অন্যদিকে ক্ষতির মুখে পড়েছে কৃষি। কাঠ পোড়ানোর কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্য।’

তারা আরো বলেন, ‘প্রতিদিন দুপুরের পর থেকে ইটভাটা এলাকাগুলো কালো ধোঁয়ায় ভরে ওঠে। এতে অসুস্থ হচ্ছেন ও বৃদ্ধ শিশু।’

আগামী সাতদিনের মধ্যে ইটভাটাগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না করা হলে উপজেলা প্রশাসন ঘেরাও এবং অবস্থান কর্মসূচির ঘোষণা দেন তারা।

মানববন্ধনে কৃষক, শ্রমিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল আমিন সরকারকে স্মারকলিপি দেয়া হয়।


আরো সংবাদ



premium cement