সম্মিলিত প্রচেষ্টা থাকলে দেশে ইসলামি পরিবেশ আসবে : খলীল আহমদ কাসেমী
- আবুল বাশার হাটহাজারী (চট্টগ্রাম)
- ৩০ অক্টোবর ২০২৪, ২১:৫২, আপডেট: ৩০ অক্টোবর ২০২৪, ২২:১০
সম্মিলিত প্রচেষ্টা থাকলে দেশে ইসলামি পরিবেশ আসবে বলে মন্তব্য করে হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আল্লামা মুফতী খলীল আহমদ কাসেমী বলেছেন, ‘সমাজে ইসলামী পরিবেশ না থাকায় সবাই গুনাহের মধ্যে আছি। বর্তমান সময়ে একা দ্বীনের পথে টিকে থাকা খুবই কঠিন। সবার সম্মিলিত প্রচেষ্টা থাকলে দেশে ইসলামী পরিবেশ আসবে। আমরা মুক্তি পাবো।’
তিনি বলেন, ‘আমরা যদি নিজেদের হেফাজত করতে চাই, আল্লাহকে পেতে চাই, দ্বীনদার হতে চাই তাহলে আল্লাহ পথে যারা কাজ করেন তাদের সান্নিধ্যে যেতে হবে।’
বুধবার (৩০ অক্টোবর) হাটহাজারীতে আল আমিন সংস্থা আয়োজিত তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাটহাজারী পার্বতী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মাওলানা মুফতি হাবিবুর রহমান কাসেমীর সভাপতিত্বে মাহফিলে প্রধান মুফাসসির ছিলেন মাওলানা আব্দুল বাসেত খান সিরাজী এবং প্রধান আলোচক ছিলেন মাওলানা আব্দুল বাতেন কাসেমী।
এ সময় আল আমিন সংস্থার সেক্রেটারি আলহাজ্ব আহসান উল্লাহ, মাওলানা মাহমুদুল হোসাইন ও হাফেজ রিজুয়ান আরমানের সঞ্চালনায় প্রথম দিবসে উদ্বোধনী বক্তব্য রাখেন মাওলানা ওমর কাসেমী।
মাহফিলে আরো তাফসীর পেশ করেন আল্লামা সালাহউদ্দীন নানুপুরী, আল্লামা আবু তাহের নদভী, ড. মাওলানা নুরুল আবছার আজহারী, মাওলানা আব্দুল বাসেত খান সিরাজী, মাওলানা আব্দুল বাতেন, মাওলানা রেজাউল করীম আবরার, মাওলানা আবু আহমদ, মাওলানা মুহাম্মাদ, মাওলানা আনওয়ার শাহ আজহারী, মাওলানা শোয়াইব বিন ইয়াহিয়া, মুফতী রাশেদ, মাওলানা ইউসুফ বিন ইকবাল, মাওলানা আব্দুচ্ছমি প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা