চট্টগ্রামে জুস কারখানায় আগুন নিয়ন্ত্রণে
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ অক্টোবর ২০২৪, ০৭:৪৩, আপডেট: ৩০ অক্টোবর ২০২৪, ০৯:০০
চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় একটি জুস কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। আগুনে ক্ষয়ক্ষতির হিসাব তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা বুধবার ভোররাত সোয়া ৪টার দিকে আগুনের খবর পেয়েছে। আগুনের শিকার প্রতিষ্ঠানটির নাম সজিব জুস ফ্যাক্টরি। এক ঘণ্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে।
মিডিয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান।
তিনি বলেন, ভোররাত ৪টা ১৫ মিনিটের দিকে খুলশী থানা এলাকায় সজিব জুস ফ্যাক্টরিতে আগুনের সংবাদ পায়। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত পাঁচটি ইউনিট কাজ করে।