২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

৫ বছরেও শুরু হয়নি আরাফাত হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

- ছবি : নয়া দিগন্ত

ফেনী শহরের পাঠানবাড়ি এলাকার শিশু আরাফাত হত্যা মামলায় পাঁচ বছরেও সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি। এ নিয়ে স্বজনদের মাঝে ক্ষোভ রয়েছে।

আগামী বছর ১৩ মার্চ সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেছেন শিশু আদালতের বিচারক এ এন এম মোরশেদ খান।

স্বজনরা জানান, ‘২০১৯ সালের ২৭ জানুয়ারি রাতে পাঠানবাড়ি রোডের মমিন জাহান মসজিদ-সংলগ্ন বাসার সামনে থেকে নিখোঁজ হয় পুলিশ লাইন্স স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র আরাফাত। পরদিন সকালে পাঠানবাড়ির পেছনে মাঠে তার একটি জুতা পড়ে থাকতে দেখে চাচাত ভাই রিপন এগিয়ে যায়। সেখানে মাটিতে পুঁতে রাখা আরাফাতের পায়ের অংশ দেখার পর তার লাশ উদ্ধার করা হয়। গলায় শ্বাসরোধের চিহ্ন দেখা যায়। গলাটিপে হত্যার পর মাথা থেতলে দেয়া হয়। বাম পা ভেঙে ফেলা হয়।’

মামলার নথিপত্র সূত্রে জানা গেছে, ‘২০২০ সালের ২০ ফেব্রুয়ারি মামলার চার্জশীট জমা দেন তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানার এসআই মো: সাইফুল ইসলাম। ওই মামলায় বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার ফুলহাতা থানার সাব্বির হোসেন, ফেনী শহরের বারাহীপুর এলাকার আহমেদ শরীফ নোমান, একই এলাকার ছায়েদ আহাম্মদ তুহিন, পাঠানবাড়ি রোডের মোস্তাফিজুর রহমান মুন্নাকে অভিযুক্ত করা হয়। গ্রেফতার হওয়া সাব্বির শিশু আদালত থেকে জামিনে রয়েছে।’

আদালত সূত্র জানায়, ‘শিশু আদালতে ২৩ জন সাক্ষী রয়েছে। ছয়বার সাক্ষ্যগ্রহণের ধার্য্য তারিখ থাকলেও সাক্ষী মামলার বাদী আরাফাতের মা বিবি রাবেয়া না আসায় কার্যক্রম এগুচ্ছে না।’

এ ব্যাপারে মামলার বাদী বিবি রাবেয়া জানান, ‘তিনি এখন পর্যন্ত সাক্ষ্যগ্রহণের বিষয়ে কিছুই জানেন না। আদালতের কোনো নোটিশও তিনি পাননি। বরং বিচার কার্যক্রম দ্রুত করতে আদালতের বারান্দায় ঘোরাঘুরি করছেন। অপরদিকে মামলার আসামিরা নানাভাবে তাকে হুমকি-ধামকি দিচ্ছেন।’


আরো সংবাদ



premium cement