২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কুবির ২ শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ

মোহাম্মদ কাউসার ও তৌহিদুল ইসলাম - ছবি : নয়া দিগন্ত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের ২ শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

আজ সোমবার (২৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন প্রক্টর অধ্যাপক ড. মো: আবদুল হাকিম।

জানা যায়, ছাত্রদল কর্মী তৌহিদুল ইসলাম গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ কাউসারকে মারধর করেন। এ ঘটনায় উভয়কেই হল ত্যাগের নির্দেশ দিয়েছে প্রক্টরিয়াল বডি।

মো: আবদুল হাকিম বলেন, ‘ওই দুই শিক্ষার্থীর কোনো আবাসিকতা নেই হলে। তাই মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার মারধরের বিষয়ে প্রক্রিয়া অনুসারে সিদ্ধান্ত নেয়া হবে।’

এর আগে মারধরের ঘটনায় বিচার চেয়ে অভিযোগপত্র জমা দেন মোহাম্মদ কাউসার। তবে তিনি আবাসিক শিক্ষার্থী না হওয়ায় অভিযোগটি প্রক্টরের কাছে পাঠানো হয়।

গত ২৪ অক্টোবর ছাত্রদল কর্মীদের মিটিংয়ে যেতে অস্বীকৃতি জানালে মোহাম্মদ কাউসারকে কাঠের লাঠি দিয়ে আঘাত করেন তৌহিদুল।


আরো সংবাদ



premium cement