আওয়ামী লীগ এই ভুখণ্ডে হত্যার রাজনীতি চালু করেছিল : আহসান উল্লাহ
- খাগড়াছড়ি প্রতিনিধি
- ২৮ অক্টোবর ২০২৪, ১৯:১৬
আওয়ামী লীগের ইতিহাস কলঙ্কজনক মন্তব্য করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ বলেছেন, মাওলানা ভাসানীর প্রতিষ্ঠিত আওয়ামী মুসলিম লীগ নাম থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে জবর দখলের মাধ্যমে শেখ মুজিব আওয়ামী লীগ নামে সন্ত্রাসী সংগঠন প্রতিষ্ঠা করেছিল। সোমবার বিকেলে খাগড়াছড়ির পৌর টাউন হলে ২৮ অক্টোবর আওয়ামীলীগ কর্তৃক নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি বলেন, ১৯৫৪ সালে স্পিকার শাহেদ আলীকে সংসদে হত্যা করে এই ভুখণ্ডে শেখ মুজিব হত্যার রাজনীতি চালু করেছে।
২০০৬ সালের ২৮ অক্টোবর বায়তুল মোকাররমের উত্তর সড়কে জামায়াতের পূর্বনির্ধারিত শান্তিপূর্ণ সমাবেশে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসী বাহিনী লগি, বৈঠা, লাঠি দিয়ে সাপের মতো পিটিয়ে, পিস্তল ও বোমা হামলা চালিয়ে মানুষ মেরে লাশের উপর নৃত্য উল্লাস করার ঘটনা গোটা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল উল্লেখ করে আহসান উল্লাহ বলেন, শুধু ২৮ আক্টোবর নয় বরং ২০২৪ এর বিপ্লবের হত্যাসহ গত ষোল বছরের দখলদারিত্ব, সন্ত্রাসবাদ, ব্যাংক লুটপাটসহ সকল অন্যায়ের বিচার করতে হবে।
আহসান উল্লাহ আরো বলেন, জামায়াতে ইসলামী একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর। আমাদের রক্ত দেয়ার ইতিহাস আছে, জীবন দেয়ার ইতিহাস আছে, ফাঁসির কাষ্ঠে যাওয়ার ইতিহাস আছে। দেশের প্রয়োজনে আমরা জীবন দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
জামায়াতে ইসলামী খাগড়াছড়ি শাখার জেলা সেক্রেটারি মিনহাজুর রহমানের সঞ্চালনায় ও জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মেমেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের খাগড়াছড়ি জেলা সভাপতি আব্দুল মান্নান, জামায়াতের জেলা বায়তুলমাল সম্পাদক মো. ইউসুফসহ বিভিন্ন উপজেলার আমির, সভাপতি, সেক্রেটারি প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা