২৮ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১, ২৪ রবিউস সানি ১৪৪৬
`

বেশি দামে কাঁচা মরিচ বিক্রি করায় ২ ব্যবসায়ীকে জরিমানা

- ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে এক কেজি কাঁচা মরিচ ক্রয় থেকে ৩৯ টাকা বেশি নেয়ায় ২০ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে এক পাইকার ব্যবসায়ীকে।

সোমবার দুপুরে উপজেলার বড়তাকিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সবজির পাইকার নজরুল ইসলামকে এই জরিমানা করা হয়।

এছাড়া অতিরিক্ত মূল্য নেয়ায় আরো এক ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী এই অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী জানান, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন বাজারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় বড়তাকিয়া বাজারে এক পাইকার ব্যবসায়ী আড়ত থেকে ১২১ টাকা করে ক্রয় করা কাঁচা মরিচ খুচরা ব্যবসায়ীদের কাছে ১৬০ টাকা ধরে বিক্রি করায় ভোক্তা অধিকার আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অতিরিক্ত দাম নেয়ায় আরো এক ব্যবসায়ীর ৫০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।’

জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement