২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চাঁদপুরে ডাকাতিয়ায় তেলবাহী জাহাজে আগুন, দগ্ধ ৬

চাঁদপুরে ডাকাতিয়ায় তেলবাহী জাহাজে আগুন, দগ্ধ ৬ - ছবি : ইউএনবি

চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীতে ‘এমভি সাদিয়া এন্টারপ্রাইজ’ নামে একটি তেলবাহী জাহাজের ইঞ্জিনকক্ষে আগুনে ছয়জন দগ্ধ হয়েছেন।রোববার (২৭ অক্টোবর) বিকেলের দিকে পদ্মা অয়েল কোম্পানির জেটির পাশের ডাকাতিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।

এতে জাহাজে থাকা ছয়জন অগ্নিদগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন জাহাজের শ্রমিক রুবেল, গোলাপ, জিলানী, মাসুদ, গিয়াস উদ্দিন ও মধু মিয়া।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (উত্তর) চাঁদপুরের উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ আলম ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বিকাল সোয়া ৪টার দিকে ওই নদীর পদ্মা ওয়েল কোম্পানির জেটির পাশের ডাকাতিয়া নদীতে ‘এমভি সাদিয়া এন্টারপ্রাইজ’ নামে একটি তেলবাহী জাহাজের ইঞ্জিনকক্ষে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও কোস্টগার্ড এক ঘণ্টার চেষ্টায় বিকাল সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ছয়জন অগ্নিদগ্ধ হয়েছেন।

তবে তাৎক্ষণিকভাবে ওই জাহাজে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

আহত মধু মিয়া ও জিলানী জানান, গত শুক্রবার আমরা চাঁদপুর পদ্মা ডিপোতে আসছি। পুরো ট্যাংকারে পেট্রোল ও ডিজেল নিয়ে আসা হয়। ট্যাংকারের পেছনে ইঞ্জিনকক্ষে হঠাৎ জেনারেটর বিস্ফোরণ হয়। আগুন ছড়িয়ে পড়লে আমরা নদীতে ঝাঁপিয়ে পড়ি। এরপর সাঁতরে কূলে উঠি।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আকলিমা জাহান ইউএনবিকে বলেন, অগ্নিকাণ্ডে আহত গোলাপ নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তার ৫০ থেকে ৬০ ভাগ পুড়ে গেছে। বাকি পাঁচজনের অবস্থা উন্নতি হওয়ায় তাদের হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement