২৪ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১, ২০ রবিউস সানি ১৪৪৬
`

ছাত্রলীগ নিষিদ্ধে মধ্যরাতে নোবিপ্রবিতে আনন্দ মিছিল

ছাত্রলীগ নিষিদ্ধে মধ্যরাতে নোবিপ্রবিতে আনন্দ মিছিল - ছবি : নয়া দিগন্ত

ছাত্রলীগ নিষিদ্ধের খবরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মধ্যরাতে আনন্দ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (২৩ অক্টোবর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে প্রকাশিত একটি প্রজ্ঞাপনে সন্ত্রাসী আখ্যা দিয়ে আওয়ামী ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার।

এরপরই রাত সাড়ে ১১টায় নোবিপ্রবির আবাসিক হলের শিক্ষার্থীরা আনন্দ মিছিল করে।

মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে, ‘একটু আগে খবর এলো ছাত্রলীগ নিষিদ্ধ হলো’, ‘ছাত্রলীগ নিষিদ্ধ!নিষিদ্ধ! নিষিদ্ধ’,‘ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘ছাত্রলীগের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও’।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘সন্ত্রাস বিরোধী আইন ২০০৯-এর ধারা ১৮-এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে, বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করিল এবং উক্ত আইনের তফসিল-২ এ ‘বাংলাদেশ ছাত্রলীগ’ নামীয় ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্ত্বা হিসাবে তালিকাভুক্ত করিল।’

বিগত স্বৈরাচারী সরকার বাংলাদেশ আওয়ামী লীগের শাসনামলে তাদের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হত্যা, নির্যাতন, গণরুম কেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজী, ধর্ষণ ও যৌন নিপীড়নসহ নানাবিধ জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণকে উন্মত্ত ও বেপরোয়া সশস্ত্র আক্রমণ করে শতশত নিরপরাধ শিক্ষার্থী ও ব্যক্তিদের হত্যা করেছে এবং আরো অসংখ্য মানুষের জীবন বিপন্ন করেছে।

নিষিদ্ধের খবরে নিজের আনন্দ ব্যক্ত করতে গিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান সীমান্ত বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে সন্ত্রাসী এবং চাঁদাবাজি টেন্ডারবাজির সাথে জড়িত সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। ২৪ সালের যখন আমাদের কোটা আন্দোলন শুরু হয়েছে ছাত্রলীগ আমার ভাই-বোনদের ওপরে অতর্কিত হামলা এবং গুলি চালায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ জুলাই রাতে ছাত্রলীগ তারা আমার বোনদের ওপরে অতর্কিত হামলা চালিয়েছে। আমাদের যে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে সে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রলীগ সরাসরি বিরোধিতা করে আমার ভাইবোনদের ওপর অতর্কিতভাবে গুলি চালিয়েছে। আমরা মনে করি এদেশের মাটিতে ছাত্রলীগের থাকার কোনো বৈধতা নেই। ছাত্রলীগ নিষিদ্ধকরণের পাশাপাশি অতিসত্বর তাদের বিগত সময়ের অপকর্মের দাঁতভাঙা জবাব দিতে হবে।’


আরো সংবাদ



premium cement
গোলাম আযমকে বাংলাদেশের মানুষ মুকুটহীন রাজা বানিয়েছে : আযমী ঢাবিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, দুই ছাত্র সংগঠনের প্রতিবাদ তুরস্কে প্রতিরক্ষা সংস্থায় হামলা : নিহত ৪ আইবিএ’র সাবেক পরিচালকসহ আটজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আবদুল্লাহ হত্যা মামলা থেকে শ্রমিক লীগ নেতার নাম বাদ দিতে আবেদন সমুদ্র গবেষণায় সামরিক কর্মকর্তা নিয়োগে উদ্বেগ ইসরাইল ব্যর্থ হয়েছে : ইরানের সর্বোচ্চ নেতা ছাত্রলীগ নিষিদ্ধে মধ্যরাতে নোবিপ্রবিতে আনন্দ মিছিল বিএনপির পর জামায়াতের রিভিউ আবেদন ছাত্রলীগ নিষিদ্ধ করায় ঢাবিতে শিক্ষার্থীদের আনন্দ মিছিল প্রধান উপদেষ্টার সাথে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

সকল