২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কুমিল্লায় শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন

- ছবি : নয়া দিগন্ত

কুমিল্লায় জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর সাড়ে তিন হাজার (অনার্স-মাস্টার্স) শিক্ষককে এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। এ সময় ঢাকায় শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ জানানো হয়।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরের দিকে কুমিল্লা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বেসরকারি শিক্ষক ফেডারেশনের আয়োজনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়।

মানববন্ধনে নূরে আলম খন্দকারের সভাপতিত্বে ও মীর মো: সোহেল রানার সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা উম্মে সালমা, সাবেক সভাপতি মো: রাশেদুল হক খান, সাধারণ সম্পাদক মো: নাহিদুল ইসলাম, ফরহাদ হোসেন ভূঁইয়া, দিদারুল আলম, মোসাম্মৎ শায়লা সুলতানা, মো: মিজানুর রহমান, মো: মামুনুর রশীদ, ইয়াসমিন ফেরদৌসী, মো: হান্নান মিয়া, সৈয়দ কাইজারুল ইসলাম মুহিত।

এ সময় বক্তারা শিক্ষকদের এমপিওভুক্তিতে বিশেষ পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান।


আরো সংবাদ



premium cement