নোয়াখালীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থী-আইনজীবীদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
- নোয়াখালী অফিস
- ২২ অক্টোবর ২০২৪, ২১:০৯
নোয়াখালীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থী-আইনজীবীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে নোয়াখালীর মাইজদীর চিফ জুডিশিয়াল আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগের নেতাকর্মী ও আওয়ামী লীগপন্থী আইনজীবীদের দলীয় ও অশ্লীল স্লোগান দেয়ার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
নোয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়ার সভাপতিত্বে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জামায়াত ইসলামের সমর্থিত আইনজীবী তাজুল ইসলাম, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কবির আহমেদ, অ্যাডভোকেট আবদুল হক, আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন, অ্যাডভোকেট মো: তাহের, রবিউল হাসান পলাশ, অ্যাডভোকেট কাজী জাহাঙ্গীর, অ্যাডভোকেট বেলায়েত হোসেন জসিম, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, শেখ মোহাম্মদ আবুল হান্নান চৌধুরী, অ্যাডভোকেট হানিফ লিটন ও আবদুল কাইয়ুম দিদার প্রমুখ।
উল্লেখ্য, সোমবার ট্রাকশ্রমিক মো: খোকন হত্যা মামলায় আদালতে শুনানির জন্য নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে আদালতে হাজির করা হয়। এ সময় আদালত একরামের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ তাকে নিয়ে যাওয়ার সময় আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগের নেতাকর্মী ও আইনজীবীরা দলীয় ও অশ্লীল স্লোগান দেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা