চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিরা পেল ৯৮৯০ কেজি মাছের পোনা
- এসএম রহমান, পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম)
- ২১ অক্টোবর ২০২৪, ২৩:২৬
চট্টগ্রামে আগস্টের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ২০৯৬ জন মাছ চাষিকে ৯৮৯০ কেজি বিভিন্ন জাতের মাছের পোনা দেয়া হয়েছে। সোমবার বিকেলে এসব পোনা দেয়া হয়।
মাছের পোনা বিতরণের বিষয়টি নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ।
তিনি জানান, চলতি বছরের আগস্টের একটানা ভারী বর্ষণ ও বন্যায় চট্টগ্রামের ১৫ উপজেলার মাছ চাষিরা ক্ষতিগ্রস্ত হয়। তারা যাতে কিছুটা হলেও ক্ষতি কাটিয়ে উঠতে পারে সেজন্য তাদের মাঝে সরকারিভাবে বিনামূল্যে এসব পোনা বিতরণ করা হয়েছে।
এর আগে বন্যায় ক্ষয়ক্ষতির প্রণোদনা হিসেবে চট্টগ্রামের বাঁশখালী, হাটহাজারী, সন্দীপ, সাতকানিয়া ও আনোয়ারা উপজেলায় ৯১০ জন মাছ চাষির মাঝে ৬ লাখ টাকার ১ হাজার ৪৪১ কেজি বিভিন্ন জাতের মাছের পোনা বিতরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা