ফ্যাসিবাদের দোসরদের সরাতে হবে, জনগণ সজাগ ষড়যন্ত্র সফল হবে না : হামিদুর রহমান আযাদ
- কক্সবাজার অফিস
- ২১ অক্টোবর ২০২৪, ১৪:৫৮
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রাহমান আজাদ বলেছেন, ‘ফ্যাসিবাদী গোষ্ঠীর সকল ষড়যন্ত্র মোকাবেলায় বাংলাদেশের প্রতিটি মানুষ সজাগ রয়েছে। তাই তাদের কোনো ষড়যন্ত্র আর সফল হবে না। তবে জুলাই বিপ্লবের বিজয়কে সুসংহত করতে হলে ফ্যাসিবাদী সরকারের দোসরদের প্রশাসনের সব জায়গা থেকে সরাতে হবে।’
সোমবার কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ এইচ এম হামিদুর রাহমান আজাদ বলেন, ‘সংস্কারে গতিশীলতা আনতে হবে। যদি ইচ্ছাকৃতভাবে সংস্কারের পরিধি বাড়িয়ে অযৌক্তিক সময় বাড়ানোর প্রচেষ্টা হয় তাহলে সেটা বুমেরাং হতে পারে। সুষ্ঠু নির্বাচনের জন্য একমাত্র তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া কোনো বিকল্প ছিল না। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এক দলীয় শাসন কায়েম করে এই সরকার ব্যবস্থা বাতিল করে। আজ প্রমাণিত হয়েছে যে, গণতন্ত্রবিহীন উন্নয়ন কোনো দিন টেকসই হয় না। ১৫ বছর ধরে সাংবাদিকরা লিখতে পারেননি, রাজনৈতিক দলগুলোও রাজনীতি করতে পারেননি। এখন কথা বলার স্বাধীনতাকে সুসংহত করতে হলে সাংবাদিক-ছাত্র ও জনতার দৃঢ় ঐক্যের বিকল্প নেই।’
সভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের আমির ও হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাওলানা নূর আহমদ আনোয়ারী, কক্সবাজার শহর জামায়াতের আমির, আব্দুল্লাহ আল ফারুক, জামায়াত নেতা আবু তাহের চৌধুরী, কুতুবদিয়া জামায়াতের আমির আ স ম শাহরিয়ার চৌধুরী, মহেশখালী জামায়াতের আমির জাকির হোসাইন, শহর জামায়াতের সাধারণ সম্পাদক রিয়াজ মোহাম্মদ শাকিল, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সহ-সভাপতি অ্যাডভোকেট জি এ এম আশেক উল্লাহ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা