নিষিদ্ধ হলো নিজামপুর কলেজ ক্যাম্পাসে টিকটক ভিডিও ধারণ
- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
- ২০ অক্টোবর ২০২৪, ২৩:১৯
চট্টগ্রামের মিরসরাই উপজেলার নিজামপুর সরকারি কলেজ ক্যাম্পাসে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের ভিডিও ধারণ নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এতে ভিডিও ধারণের প্রমাণ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের
সিদ্ধান্ত নেয়া হয়।
রোববার (২০ অক্টোবর) ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজ ক্যাম্পাসে কেউ কোনো ধরনের টিকটক ভিডিও ধারণ করতে পারবেন না। এমন কাজের সাথে জড়িত কোনো ছাত্র-ছাত্রীর প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কলেজের বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
কলেজের সাবেক শিক্ষার্থী আতিকুল ইসলাম জানান, ‘আমাদের ক্যাম্পাসের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। অনেক সময় দেখা যায় বিভিন্ন কলেজের সাইনবোর্ডের সামনে গিয়ে শিক্ষার্থীরা টিকটক বানান এতে করে সেই কলেজের বদনাম হয়।’
বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন জানান, ক্যাম্পাসে টিকটকের ভিডিও ধারণ করার বিষয়টি আমাদের নজরে আসে, তাই কলেজ ক্যাম্পাসের শৃঙ্খলা রক্ষার্থে পরিচালনা পরিষদের অনুমতিক্রমে পদক্ষেপটি নেয়া হয়েছে। ক্যাম্পাসে আমাদের কলেজের শিক্ষার্থী হোক বা অন্য কলেজের হোক কেউ ভিডিও ধারণ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা