লাকসামে গৃহবধূর রহ্যজনক মৃত্যু, স্বজনদের দাবি হত্যা
- লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা
- ২০ অক্টোবর ২০২৪, ২০:৩২
কুমিল্লার লাকসামে মরিয়ম আক্তার (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
ময়নাতদন্তের পর রোববার (২০ অক্টোবর) বিকেলে মনোহরগঞ্জের হাজীপুরা গ্রামে বাবার বাড়িতে তার লাশ দাফন করা হয়। যৌতুক ও নেশার টাকার জন্য তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন স্বজনরা।
নিহত মরিয়ম আক্তার লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন গ্রামের রুবেলের স্ত্রী।
মরিয়মের মা সামিনা বেগম অভিযোগ করে বলেন, ‘আমার মেয়েকে তার স্বামী রুবেল হত্যা করে আত্মহত্যার নাটক বানিয়েছেন। রুবেল একজন মাদকাসক্ত, এলাকার চিহ্নিত জুয়াড়ি। তিনি বিভিন্ন সময় আমার মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। আমার মেয়েকে তিনি বিভিন্ন সময় যৌতুক ও নেশার টাকার জন্য অত্যাচার করতেন। তাদের সংসারে আব্দুল্লাহ আল মাহি (৫) ও রাইসা ইসলাম মোমো (২) নামে দু’টি সন্তান আছে।’
স্থানীয় লোকজন জানায়, লাকসামের কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন গ্রামে শনিবার (১৯ অক্টোবর) সকাল ৯টায় এ নিহতের ঘটনা ঘটে। অভিযুক্ত রুবেল ইরুয়াইন গ্রামের মরহুম আছমত আলী ও মরহুম আঙ্কুরের নেছার দ্বিতীয় ছেলে। রুবেল একই গ্রামের মিনু নামে এক মেয়েকে পরকীয়ার ফাঁদে ফেলে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের পর থেকে মরিয়ম ও রুবেলের সংসারে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। রুবেল নেশাগ্রস্ত, এলাকার চিহ্নিত জুয়াড়ি।
নিহত মরিয়মের বোন জুলেখা বেগম বলেন, ‘আমার বোনকে রুবেল শ্বাসরোধে হত্যা করেছেন। তিনি বিগত দু’ তিন দিন যাবৎ নেশার টাকার জন্য আমার বোনকে পিটিয়েছেন। আমি রুবেলের ফাঁসি চাই।’
মরিয়মের মা সামিনা বেগম বলেন, ‘আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’
লাশ উদ্ধার করে এসআই আব্দুল লতিফ বলেন, নিহতের মুখে সামান্য আঘাতের চিহ্ন আছে। আমাদের ধারণা এটি আত্মহত্যা।
লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা গৃহবধূ নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা নিহত মরিয়মের পরিবারের সাথে কথা বলে আইনি পদক্ষেপ নিব।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা