টেকনাফে রকেট বোম্ব গ্রেনেড রাইফেলের গুলিসহ আটক ১
- গোলাম আজম খান, কক্সবাজার অফিস
- ২০ অক্টোবর ২০২৪, ১৭:২০
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২৪০ রাউন্ড রাইফেলের গুলি একটি রকেট বোম্ব দুটি গ্রেনেড একটি কম্পাসসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২০ অক্টোবর) ভোরে টেকনাফের শাহপরীর দ্বীপের জালিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: মহিউদ্দিন আহমেদ বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদ পেয়ে বিজিবি ভোরে শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ি তল্লাশি চালিয়ে বাড়িতে বালির বস্তার নিচে লুকায়িত অবস্থায় দুইটি ব্যাগের ভেতর হতে ২৪০ রাউন্ড রাইফেলের গুলি, একটি রকেট বোম্ব, দুটি গ্রেনেড এবং একটি কম্পাস উদ্ধার করা হয়।
এ সময় বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় শফিউল আলম নামে একজনকে আটক করে বিজিবি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা