চৌদ্দগ্রামে সিকউরিটি গার্ডের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
- চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
- ১৯ অক্টোবর ২০২৪, ১২:৩২
কুমিল্লার চৌদ্দগ্রামে রবি আজিয়াটা টাওয়ারের সিকিউরিটি গার্ড আবুল হাশেমের (৬৪) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার সকালে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আক্তার উজ জামান তথ্যটি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি জানান, শনিবার ভোরে পৌর এলাকার ফালগুনকরায় অবস্থিত রবি মোবাইল সিম টাওয়ারে দায়িত্বরত একজন সিকিউরিটির লাশ হাত-পা ও মুখ গামছা দিয়ে বাঁধা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। আমরা ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় লাশটি দেখতে পাই। স্থানীয়ভাবে সিকিউরিটির নাম আবুল হাশেম বলে জানতে পারি। তবে তাকে কে বা কারা হত্যা করেছে, সে সম্পর্কে স্থানীয়রা কিছুই বলতে পারছে না। ধারণা করা হচ্ছে, শুক্রবার দিবাগত রাতের যেকোনো সময় অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা সিকিউরিটি গার্ডকে হত্যা করেছে। তার পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআইকে খবর দেয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে তথ্য-প্রযুক্তির সহায়তায় মৃত ব্যক্তির পূর্ণ ঠিকানা শনাক্ত করবে।
সূত্রে জানা গেছে, মৃত সিকিউরিটি গার্ড আবুল হাশেম দীর্ঘ ২০ বছর ধরে রবি টাওয়ারটিতে কর্মরত রয়েছেন। এরই সুবাধে আশপাশের বাসিন্দাদের সাথে তার একটা সু-সম্পর্ক হয়ে যায়। তিনি এখানের ভোটার বলেও স্থানীয়রা জানান। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায় বলেও জানা যায়। তবে ঘটনার আগেই তারই সহকর্মী সফিউল্লাহ ছুটি ছাড়াই অনুপস্থিত রয়েছেন।
সিকিউরিটি কোম্পানীর অ্যান্টিগ্রেটেড সিকিউরিটি সার্ভিসের সুপারভাইজার আনোয়ার হোসেন জানান, নিহত আবুল হাশেম ছাড়াও হাফেজ সফিউল্লাহ সিকিউরিটি গার্ড হিসেবে ফাল্গুনকরা রবি টাওয়ারে দায়িত্ব পালন করে। অপর সুপারভাইজার সফিউল্লাহ ঘটনার দিন ছুটি ছাড়াই অনুপস্থিত ছিলেন।
ওসি আরো বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিকিউরিটি আবুল হাশেমকে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা হত্যা করেছে। তাকে হত্যা করা হলেও টাওয়ারের কোনো মালামাল লুট হওয়ার আলামত পাওয়া যায়নি। ঘটনাস্থলে সিআইডি ও পিবিআই কাজ করছে। হত্যার রহস্য উদঘাটন ও দুষ্কৃতকারীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা