কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে বিদ্যুৎবিহীন নাঙ্গলকোট
- নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা
- ১৭ অক্টোবর ২০২৪, ১৭:৪৮
কুমিল্লার নাঙ্গলকোটে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে বিদ্যুৎবিহীন রয়েছে উপজেলার স্থানীয়রা।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নাঙ্গলকোটের সর্বত্র বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।
জানা যায়, আগামী ১২ ঘণ্টার মধ্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ, সমিতির কর্মকর্তাদের চাকরি অপসারণের আদেশ ও মিথ্যা মামলা হয়রানিমূলক বদলির আদেশ প্রত্যাহার এবং দুই দফা বাস্তবায়নে পরিপত্র জারির কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার নাঙ্গলকোটে পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এ এই ঘটনা ঘটে।
নাঙ্গলকোট পল্লী বিদ্যুৎ সমিতি অফিসের ডিজিএম ও এজিএমকম-এর অফিসিয়াল নম্বরে ফোন দিয়েও কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। একপর্যায়ে তারা বিদুৎ বন্ধের প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে বিদ্যুৎ বন্ধের ঘোষণা দেয়।
বিদ্যুৎ বন্ধ থাকায় নাঙ্গলকোট পৌরসদরসহ ১৬ ইউনিয়নের অফিস, বাসাবাড়ি এবং ব্যাবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে আসে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী বলেন, বিদ্যুৎ চালুর বিষয়ে এ পর্যন্ত কোনো নির্দেশনা পাওয়া যায়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা