নোয়াখালীর শহীদ রায়হান এইচএসসি পাশ করায় পরিবারে শোক
- মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস
- ১৬ অক্টোবর ২০২৪, ১৯:৩৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোললে শহীদ হওয়া নোয়াখালীর রায়হান এইচএসসি পাশ করার খবর বাড়িতে পৌঁছলে তার পরিবারে গভীর শোক নেমে এলো।
মঙ্গলবার (১৫ অক্টোবর) গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতনের আন্দোলনে নোয়াখালীর শহীদ রায়হান কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করলে এ অবস্থার সৃষ্টি হয়। তার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।
রায়হান নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব দুর্গানগর গ্রামের আমজাদ হাজী বাড়ির মো: মোজাম্মেল হোসেন ও আমেনা বেগম দম্পতির একমাত্র ছেলে। সে রাজধানীর গুলশান কমার্স কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।
স্থানীয়রা জানায়, গত ৫ আগস্ট রাজধানী ঢাকার বাড্ডা এলাকায় মিছিলে যোগদান করলে পুলিশের গুলিতে রায়হান মারা যায়। তার বাবা মো: মোজাম্মেল হোসেন বাড্ডায় একটা বাড়িতে কেয়ারটেকারের চাকরি করতেন। রায়হান পাশেই একটা মেসে থাকতেন।
রায়হানের বোন উর্মি আক্তার বলেন, আমার ভাই মেধাবী ছাত্র ছিল। তার আচার-আচরণও ভালো ছিল। তার জন্য আমার বাবা-মা সবসময় কান্না করেন। আজ পরীক্ষার ফলাফলের খবর শুনে বাবা-মা আরো বেশি কান্না করছেন। আমার ভাই বেঁচে থাকলে আজ অনেক খুশি হতেন।
গুলশান কমার্স কলেজের অধ্যক্ষ এম এ কালাম বলেন, আমাদের কলেজ থেকে এ বছর শহীদ রায়হানসহ ৩৯৪ জন বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তারমধ্যে ৩৮১ জন পাশ করেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা