২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মিরসরাইয়ে ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

মিরসরাইয়ে ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে রোজিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার (১২ অক্টোবর) রাত ৯টায় মিরসরাই পৌরসভার ডাকবাংলো এলাকায় একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।

রোজিনা আক্তার জামালপুর জেলার মালিপাড়া এলাকার জহুরুল ইসলামের স্ত্রী।

জানা গেছে, রোজিনা আক্তারের স্বামী জহুরুল ইসলাম মিরসরাইয়ের অর্থনৈতিক অঞ্চলের বসুন্ধরা গ্রুপের অডিটর হিসেবে চাকরি করেন। সেই সুবাদে স্ত্রী এবং সন্তানকে নিয়ে মিরসরাইয়ের ডাকবাংলো এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন তারা। শনিবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনা নিয়ে স্বামী জহুরুলের সাথে রোজিনার কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে পাশের রুমে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন রোজিনা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই বিষয় জানতে রোজিনা আক্তারের স্বামী জহুরুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিয়েও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা: আরিফুল হুদা বলেন, হাসপাতালে আসার আগে রোজিনা আক্তার মারা গেছেন। গলায় ফাঁস এবং ঠোঁটের নিচে কাটা দাগ রয়েছে। নিহতের স্বামীর ভাষ্যমতে রোজিনা যখন গলায় ফাঁস দিয়েছিল তখন তাকে নামানোর সময় নিচে পড়ে গিয়ে ঠোঁটের নিচে কেটে গেছে।

তিনি আরো বলেন, বিষয়টি আমরা মিরসরাই থানা পুলিশকে জানিয়েছি। তারা এসে পরের ব্যবস্থা নেবে।

মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো: শহীদুল্লাহ মামুন বলেন, এক গৃহবধূর আত্মহত্যার খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছি। সেখানে যাওয়ার পর বিস্তারিত জানতে পারবো।


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’ গুমের ঘটনা তদন্তে কাউকে বরখাস্ত করা হয়নি : কমিশন প্রধান দায়মুক্তির বিদ্যুৎকেন্দ্রে বিশেষ তদারকি শুরু চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস ও অভিজ্ঞতা আমার আছে ইমরানের দলের বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদ লকডাউন ডেঙ্গুতে ১ দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সকল