১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১, ৯ রবিউস সানি ১৪৪৬
`

মিরসরাইয়ে ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

মিরসরাইয়ে ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে রোজিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার (১২ অক্টোবর) রাত ৯টায় মিরসরাই পৌরসভার ডাকবাংলো এলাকায় একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।

রোজিনা আক্তার জামালপুর জেলার মালিপাড়া এলাকার জহুরুল ইসলামের স্ত্রী।

জানা গেছে, রোজিনা আক্তারের স্বামী জহুরুল ইসলাম মিরসরাইয়ের অর্থনৈতিক অঞ্চলের বসুন্ধরা গ্রুপের অডিটর হিসেবে চাকরি করেন। সেই সুবাদে স্ত্রী এবং সন্তানকে নিয়ে মিরসরাইয়ের ডাকবাংলো এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন তারা। শনিবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনা নিয়ে স্বামী জহুরুলের সাথে রোজিনার কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে পাশের রুমে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন রোজিনা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই বিষয় জানতে রোজিনা আক্তারের স্বামী জহুরুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিয়েও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা: আরিফুল হুদা বলেন, হাসপাতালে আসার আগে রোজিনা আক্তার মারা গেছেন। গলায় ফাঁস এবং ঠোঁটের নিচে কাটা দাগ রয়েছে। নিহতের স্বামীর ভাষ্যমতে রোজিনা যখন গলায় ফাঁস দিয়েছিল তখন তাকে নামানোর সময় নিচে পড়ে গিয়ে ঠোঁটের নিচে কেটে গেছে।

তিনি আরো বলেন, বিষয়টি আমরা মিরসরাই থানা পুলিশকে জানিয়েছি। তারা এসে পরের ব্যবস্থা নেবে।

মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো: শহীদুল্লাহ মামুন বলেন, এক গৃহবধূর আত্মহত্যার খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছি। সেখানে যাওয়ার পর বিস্তারিত জানতে পারবো।


আরো সংবাদ



premium cement
চাইলেই কি আদানির সাথে চুক্তি বাতিল সম্ভব? ইউক্রেনীয় বাহিনী কুরস্কে’র ‘লাইন ধরে রেখেছে’ : জেলেনস্কি হজে যেতে ২৩ অক্টোবরের মধ্যে নিবন্ধন করতে হবে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে দুর্গোৎসব তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে শেবাচিমের আগুন মোহাম্মদপুরে সেনা ও র‌্যাবের পোশাক পরে ডাকাতি, গ্রেফতার ৬ রোনালদোর তিনে পর্তুগালের তিন ট্রাম্পের স্বাস্থ্য বিষয়ক তথ্য প্রকাশে কমালা হ্যারিসের চাপ দেশকে এগিয়ে নিতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির লেবাননের আরো কয়েকটি শহর খালি করার নির্দেশ ইসরাইলের ১১ ঘণ্টা ধরে জাহাজে আগুন জ্বলছে, ৩২ জনকে জীবিত উদ্ধার

সকল