‘রাজনৈতিক অধিকার নিয়ে শান্তিপূর্ণ দেশ চায় জামায়াত’
- চাঁদপুর প্রতিনিধি
- ১২ অক্টোবর ২০২৪, ১৭:০১
রাজনৈতিক অধিকার নিয়ে শান্তিপূর্ণ দেশ চায় জামায়াত উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং কুমিল্লা মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদ বলেছেন, দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চাই না। জনগণের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিতে চাই। শনিবার চাঁদপুরে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত রুকন সম্মেলনে তিনি এসব কথা বলেন।
কাজী দ্বীন মোহাম্মদ বলেন, বিগত সরকারের ইতিহাস মানুষকে পিটিয়ে হত্যা করা ও রাজনৈতিক অধিকার হরণ করা। মানুষকে অধিকার থেকে বঞ্চিত করে তারা সরকার গঠন করেন। আমরা এখন জনগণের অধিকার ফিরিয়ে দিতে চাই।
তিনি বলেন, দেশে এখন একটি কুচক্রী মহল দুর্গাপূজাকে কেন্দ্র করে মণ্ডপে অরাজকতা ঘটাচ্ছে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে সুন্দরভাবে তাদের পূজা শেষ করতে পারেন, তার জন্য আমরা সহযোগিতা করব।
তিনি আরো বলেন, বিগত দিনে জামায়াতে ইসলামীর ওপর অত্যাচার নির্যাতন হামলা মামলা দিয়ে হয়রানি করা হয়, জামায়াতের শীর্ষ নেতাদের অন্যায়ভাবে হত্যা করা হয়। এর বিচার দাবি করছি। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা অঞ্চল টিম সদস্য লিয়াকত আলী ভুইয়া। অনুষ্ঠান উদ্বোধন করেন অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম পাটওয়ারী।
সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইন, চাঁদপুর দিগন্তের প্রকাশক ও সম্পাদক অ্যাডভোকেট মো: শাহজাহান মিয়া প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা