০৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১, ৪ রবিউস সানি ১৪৪৬
`

শাহপরীর দ্বীপ থেকে ৮ কেজি তিমি মাছের বমিসহ পাচারকারী আটক

শাহপরীর দ্বীপ থেকে ৮ কেজি তিমি মাছের বমিসহ পাচারকারী আটক - প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে আট কেজি ৩৯৮ গ্রাম অ্যাম্বারগ্রিস (তিমি মাছের বমি) উদ্ধার করেছে বিজিবি। এ সময় একজন পাচারকারীকে আটক করা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: মহিউদ্দিন আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

আটক শামসুল আলম (৩৫) সেন্টমার্টিন দ্বীপের মীর আহমদের ছেলে।

বিজ্ঞপ্তিতে মহিউদ্দীন আহমেদ জানান, শাহপরী দ্বীপের বাজারপাড়া এলাকা দিয়ে চোরাচালানী মালামাল পাচার হতে পারে এমন সংবাদে গত রাতে বিজিবির একটি টহল টিম ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার হাতে থাকা প্লাস্টিকের ব্যাগের ভেতর একটি বালতি থেকে বিক্রয় নিষিদ্ধ আট কেজি ৩৯৮ গ্রাম অ্যাম্বারগ্রিস (তিমি মাছের বমি) উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২০ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা।

পরে বিজিবি কর্তৃপক্ষ বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের ল্যাবরেটরিতে এসব এ্যাম্বারগ্রিস বা তিমি মাছের বমি পরীক্ষা করে।

তিনি বলেন, অ্যাম্বারগ্রিস বা তিমি মাছের বমি বিভিন্ন উন্নত দেশে পাচার করা হয় এবং অ্যাম্বারগ্রিস হতে বিভিন্ন মূল্যবান পারফিউম ও ওষুধ তৈরি করা হয়।

আটক ব্যক্তিকে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।


আরো সংবাদ



premium cement
স্বৈরাচার পুনর্বাসন হলে বাংলাদেশ হবে ‘জল্লাদের উল্লাস ভূমি’ : রিজভী কুয়েতে বাংলাদেশ দূতাবাসে দুর্বৃত্তের রহস্যজনক অনুপ্রবেশ নানা কর্মসূচির মধ্য দিয়ে আবরার ফাহাদকে স্মরণ চাপিয়ে দেয়া নীতিতে স্বাধীনভাবে কাজ করতে পারেনি এনজিওরা অংশীজনের সাথে পরামর্শে গঠিত হবে গণমাধ্যম সংস্কার কমিশন : তথ্য উপদেষ্টা ইএফডি জটিলতায় রাজস্ব বঞ্চিত হচ্ছে এনবিআর বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার ও পরীক্ষিত বন্ধু জাপান : গোলাম পরওয়ার লেবাননের ১৫০ নিশানায় হামলা ইসরাইলের ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম বরখাস্ত শিক্ষাসংস্কারে কমিশন গঠন ও উন্নয়ন রূপরেখা উপস্থাপন মুগদা হাসপাতালের সামনে পুকুরসম পানি

সকল