২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

হাতিয়ায় জামায়াতে ইসলামীর ব্যবসায়ী সমাবেশ

হাতিয়ায় জামায়াতে ইসলামীর ব্যবসায়ী সমাবেশ - নয়া দিগন্ত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ৯টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিয়া উপজেলা শাখার আয়োজনে উপজেলা সদরস্থ হাতিয়া নিউ মার্কেটের তিন তলায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা অঞ্চল টিম সদস্য নজরুল ইসলাম খাদেম।

এছাড়া নোয়াখালী জেলা শূরা সদস্য ও হাতিয়া উপজেলা আমির মোহাম্মদ বোরহানুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার, ঢাকা মহানগরী উত্তরের ব্যবসা শাখার সেক্রেটারি সাব্বির আহমেদ তাফসির, হাতিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুর উদ্দিন মেশকাত, উপজেলা সহকারী সেক্রেটারি তাওফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমরা একবার ১৯৪৭ আমরা ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হয়েছি। দ্বিতীয়বার এতদঞ্চলে পাকিস্তানি শোষনের হাত থেকে স্বাধীন হয়েছি ১৯৭১ সালে, পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মানুষের অধিকার হরণ ও স্টীমরোলার চালুর কারণে এবার আল্লাহর অশেষ রহমতে ছাত্রজনতার বুকের তাজা রক্তের বিনিময়ে ২০২৪ সালে স্বাধীনতা অর্জন করেছি। এবারের স্বাধীনতা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত এবং যারা পঙ্গুত্ববরণ করেছেন তাদের সুস্বাস্থ্য কামনা করি।’

তিনি আরো বলেন, ‘এই জামায়াতকে চারবার নিষিদ্ধ করা হয়েছিল। কোনোবারেই জামায়াতের কার্যক্রম বন্ধ থাকেনি। জামায়াত সব সময় আল্লাহ প্রদত্ত রাসুলের পথে মানুষের ইহকাল-পরকালে কল্যাণে গঠিত একটি রাজনৈতিক দল। ইসলামে শরীয়তের বিধান মোতাবেক ব্যবসায়ীদের হালাল ব্যবসা করার বিষয়গুলো সুচারুভাবে তুলে ধরেন।’

সমাবেশে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, ‘সারাদেশে জামায়াত তিন শ’ আসনে প্রার্থী দিবে। ইতোমধ্যে জোট করার বিষয়ে ইসলামী সমমনা দলগুলোর সাথে আলোচনা চলছে।’


আরো সংবাদ



premium cement
অযৌক্তিক কারণে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিরোধ করা হবে : সারজিস মোরেলগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার টেকনাফ সৈকতে নিখোঁজ : ১৫ ঘণ্টা পর ২ শিশু লাশ উদ্ধার জাবিতে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহত : চালক আটক মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর : আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন পাকিস্তানে ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ ৪ দিনের সফরে বাংলাদেশে আইসিসির প্রধান কৌঁসুলি ২০২৩ সালে গড়ে দিনে ১৪০ নারী সঙ্গী-আত্মীয়ের হাতে নিহত : জাতিসঙ্ঘ গুম কমিশনের সুপারিশে নিরাপত্তা বাহিনীর কেউ বরখাস্ত হয়নি : প্রেস উইং পাকিস্তানে শিয়া-সুন্নি সহিংসতায় ৮০ জনের বেশি নিহত সাগরে নিম্নচাপ, আরো ঘনীভূত হতে পারে

সকল